দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২৫
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভা এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা এ হামলা চালায়। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় গণহত্যা।
পুলিশ বিবৃতিতে জানায়, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকারসডাল এলাকায় কী কারণে হামলাটি চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। বন্দুকধারীরা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে লোকজনকে হত্যা করে।
গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি বলেন, “হামলায় ১০ জন নিহত হয়েছে। হামলাকারীদের পরিচয় বা সংখ্যা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।”
দক্ষিণ আফ্রিকার কয়েকটি বড় সোনার খনির কাছাকাছি অবস্থিত বেকারসডালের একটি বারের সামনে এ হামলা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে চলতি মাসের ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় ৩ বছরের এক শিশুসহ ১২ জন নিহত হয়।
পুলিশ জানায়, শেষ হামলাটি অবৈধভাবে মদ বিক্রির একটি স্থানে চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার তুলনামূলকভাবে বেশি। সূত্র: এএফপি
























