আজীবন সম্মাননা পাচ্ছেন কুমার বিশ্বজিৎ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২২
সংগীতে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন সংগীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক কুমার বিশ্বজিৎ। ২২ জানুয়ারি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) তাকে এ সম্মাননা দেবে।
সেদিন রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এই অ্যাওয়ার্ড আসর অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র, টিভি এবং সংগীত জগতের গুণী তারকাদের মাঝে শ্রেষ্ঠত্বের বিচারে ২০১৯-২০-২১ তিন বছরের পুরস্কার প্রদান করা হবে।
২১তম বাবিসাস অ্যাওয়ার্ড আয়োজনের অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক হয়েছেন সাংবাদিক দুলাল খান ও সদস্য সচিব অভি মঈনুদ্দীন।
বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি এবং সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
আজীবন সম্মাননা পাওয়ার বিষয়ে কুমার বিশ্বজিৎ বলেন, “সংগীত জীবনের এ পর্যায়ে এসে এ ধরনের সম্মাননা সত্যিই স্মৃতিকাতর করে দেয়। আমি এই অ্যাওয়ার্ডের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের এ উদ্যোগের জন্য।”
























