কবীর সুমনের গদ্য ‘আপনার কবিতার জন্যই আমি মুসলমান’

প্রকাশিত : জুলাই ১৩, ২০২৫

আপনি যে পক্ষই নেন, আপনি আমার কবি। আজও প্রেমের কবি। আমার বৃদ্ধ বয়সেও নাছোড় প্রেমের কবি। ‘এ বক্ষ বিদীর্ণ করে নামে যেন তোমার তালাক।’ আমি যে ডেরায় থাকি, সেখানে একজন আপনার কবিতা পড়ে শোনায়, উদ্ধৃতি দেয়। মাঝে মাঝে মনে হয়, শুধু আপনার কবিতার জন্যই আমি মুসলমান।

আমি ভয় পাই না ধর্ম নিয়ে চিৎকার করা লোকদের। আমি বিশ্বাস না করলেও, শুধু আপনার কবিতার জন্য, আপনার ব্যক্তিত্বের জন্য, আমি হয়তো মুসলমান। এখনও বেঁচে আছি যদি কোনো নারী বলে ওঠে ‘কবুল’ এই ঘাটের মড়ার জন্যেও। আপনি কি জানেন আপনি বাংলার একমাত্র আধুনিক কবি, যিনি কবিতায় মুকুন্দরামের নাম নিয়েছেন?

যিনি লিখতে পারেন ‘আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন’, তিনি যা ইচ্ছা তা-ই করতে পারেন। আপনার কবিতা না পড়লে আমি কখনও লিখতে পারতাম না- ‘খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়।’

আপনি শান্ত হলে আরও অনেক কিছু করতে পারতেন, আমিও। আপনার কবিতা আর শেয়ালের গল্প না লিখলে, আমি মরার আগে বাংলা খেয়াল গাইতে গাইতে জীবন শেষ করতাম না।

সুকুমার রায়ের পর আপনি একমাত্র মহাকবি যাকে আমি মানি। আপনি আমার প্রেমের কবি, হৃদয়ের ধর্মের কবি। আপনি বাংলা ভাষার মতো, যা-তা, অথচ খাঁটি। আপনার কবিতা যেমন শান্ত নয়, আপনিও তেমনই। কিন্তু সেই অশান্তিতেই সত্যের দীপ্তি।

আমার জীবনসন্ধ্যায় যদি একটিও তুলসীতলা পাই, সেখানে আমি আপনার নামে প্রদীপ জ্বালাব। আপনার নামে আমি মিথ্যে বলতে পারি না। আমার জীবনের দেশ নেই, মানচিত্র নেই, আছে শুধু বাংলা খেয়াল, আর আছে আপনার কবিতায় হৃদয়ের গাঙে ওঠা ঢেউ। কসম খোদার, সংযমী মহাকবি আল মাহমুদ।

লেখকের ফেসবুক পোস্ট থেকে নেয়া