ফাইল ছবি

ফাইল ছবি

জনতার কাছে ক্ষমা চাইলেন নুসরাত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২৫, ২০২১

জনতার কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। ভোট প্রচারে গিয়ে তিনি বললেন, দলের কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।

নুসরাত আরও বলেন, “আমাদের দলের মানুষের যদি কিছু ভুল হয়ে থাকে, ক্ষমা করে দেবেন। আপনাদের তো মন বড়।”

বুধবার ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থনে ডেবরার গোলগ্রামে প্রচার সভা করেন নুসরাত জাহান।

এদিন উপস্থিত মানুষের উদ্দেশ্যে নুসরাত বলেন, “মনে রাখবেন, শুধু একটাই মুখ, সেটা দিদির মুখ। যিনি শুধুমাত্র বাংলার জন্য লড়াই করে যাচ্ছেন।”

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি কালনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর।