নিজের বডিগার্ডকে বিয়ে করলেন হলিউড অভিনেত্রী পামেলা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২১
নিজের বডিগার্ড ডেন হাইয়ার্স্টকে বিয়ে করলেন হলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী পামেলা এন্ডারসন। পামেলার এটি চতুর্থ বিয়ে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর ২৪ ঘণ্টা একসঙ্গে এক ছাদের নিচে কাটান পামেলা ও ডেন।
তখনই তাদের মধ্যে প্রেম শুরু হয়। এসময় একসঙ্গে তারা ঘনিষ্ঠ সময় পার করেন। এরপরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পামেলা জানিয়েছেন, ক্রিসমাসের উৎসবের সময়ই তারা বিয়ে করেছেন। বিয়ের ছবিও তিনি প্রকাশ করেন ইনস্টাগ্রামে। সেখানে বিয়ের পোশাকে একসঙ্গে দেখা যায় পামেলাা ও ডেনকে।
এর আগে পামেলা তিনটি বিয়ে করেছেন। তবে সেসব বিয়ে বেশি সময় টেকেনি। এবার ৫৩ বছর বয়সে চতুর্থ বিয়ে করলেন পামেলা। জানা গেছে, কানাডায় নিজের বাড়িতেই বিয়ের কাজটি সেরেছেন এ অভিনেত্রী।
























