নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ................................. ছবি: সংগৃহীত

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ................................. ছবি: সংগৃহীত

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ব্রেইন স্ট্রোক

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৪

চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। তার ব্রেইন স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে নিউরো আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ফেসবুকে দেয়া পোস্টে তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তার এর কাছে নিতেই ডাক্তার বললো এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউ তে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’