The Letter by Shannon Kincaid

The Letter by Shannon Kincaid

পরিণতি

উপন্যাস ১০

সুলতানা পারভীন

প্রকাশিত : জুলাই ২০, ২০১৮

হ্যালো নেহা?
বলো?
হ্যালো?
ভাইয়া, আপনি এখন প্লিজ একটু বীথির বাসায় আসেন। প্লিজ প্লিজ... আর্জেন্ট।
কলটা কেটে গেল। ঘুমটা তখনো কাটেনি। তবু কেন জানি মনে হলো, নেহার গলাটা কেমন ভারি ভারি।

কোনোমতে উঠে বীথির বাড়ির দিকে রওনা দিলাম। রাতের ছাড়া ছাড়া আধো ঘুমের স্বপ্নগুলো মাথায় বারবার খোঁচা দিয়ে যাচ্ছে। কখনো দেখছি বীথি ভীষণভাবে কান্নাকাটি করছে। কী নিয়ে এত কান্নাকাটি, সেটা বুঝলাম না। কখনো দেখছি, বীথি কোথাও চলে যাচ্ছে। আমি কোনোমতে ওকে আটকাতে পারছি না। আবার কখনো একটা জায়গায় বেড়াতে গেছি বীথিকে নিয়ে। কিন্তু ফেরার সময় আর বীথিকে পাচ্ছি না। আমিও পাগলের মতো খুঁজছি, এদিক ওদিক ছুটছি, কিন্তু বীথিকে কোথাও পাচ্ছি না। এই মেয়েটার চিন্তায় কীসব উদ্ভট খেয়াল আসছে মাথায়! পাগল হয়ে যাব মনে হচ্ছে!

বীথিদের বাড়ির সামনে গাড়ি থেকে নেমে একটু যেমন অবাক হলাম। তেমনি ভয়ও পেলাম। সহজেই বুঝা যাচ্ছে, ভিতরে অনেক মানুষ। এত মানুষ কেন? আশ্চর্য! বীথি সুস্থ হওয়ায় সবাই একসাথে দেখতে এসেছে নাকি! সবেমাত্র একটু সুস্থ হতে শুরু করেছে। এত মানুষ ভিড় করলে হিতে বিপরীত না হয়! কথাটা আঙ্কেলকে বলব চিন্তা করে বাড়ির ভিতরে ঢুকলাম। যে যার মতো পানসে মুখে বসে আছে। কেউ কাঁদো কাঁদো মুখে পায়চারি করছে। কারো বাড়ি এসে এতো কান্নাকাটি মুডে থাকার মানে কি?

এদিকে এত ভিড়ে নেহাকে কোথাও দেখছি না। বীথির বাবা-মাও যে কোথায়, কে জানে! বীথির রুমের দিকে যাব কি যাব না সেটাই বুঝে উঠতে পারছি না। কী ভেবে রওনা দিলাম। মাঝপথেই নেহাকে পেয়ে গেলাম।
এই যে নেহা, এত মানুষ কেন আজ এখানে? বীথিটাতো আরো অসুস্থ হয়ে যাবে।

কেন জানি নেহা আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। মেয়েটার চোখ মুখ অসম্ভব রকমের ফুলে গেছে।
কিরে ভাই? তোমার আবার কি হলো? বান্ধবীর চিন্তায় সারারাত কান্নাকাটি করেছ মনে হচ্ছে। আর চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে।
আঙ্কেল-আন্টি আপনাকে কিছু... কিছু বলেনি?
উনাদেরকে তো খুঁজছি। এত মানুষ! কিভাবে একটা মানুষকে... একদিনে...
ভাইয়া, আপনি একটু শান্ত হয়ে বসেন।
বীথিকে একটু দেখে আসি। সেখানেও এত ভিড় করে নাই তো?
এইটা পড়ে নিন। তারপর যায়েন।
হুঁম? এইটা কি?
বীথি দিয়েছে।
আচ্ছা, একটু পরেই না হয় যাচ্ছি। ওকে বলো আমি এসেছি।

নেহা আরেকবার মুখ করুণ করে টলতে টলতে সরে গেল। এই মেয়েটাও একটু আজিব?! যা হোক, বীথি কি লিখেছে সেটা পড়ার জন্য একটু কৌতূহল হচ্ছে। মেয়েটা আমাকে কখনো কোনো চিঠি লেখেনি আজ পর্যন্ত। অবশ্য লেখেনি বললে ভুল হবে। আমার হাতে এসে পৌঁছায়নি চিঠিগুলো। তার অবশ্য কারণ, ও চায়নি লেখাগুলো আমি পাই।

চলবে