প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর আজ মৃত্যুদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০২৫

প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর আজ মৃত্যুদিন। ১৯৫৬ সালের ১৮ সেপ্টেম্বর তিনি মারা যান। ১৯০৩ সালে নোয়াখালীর কাঞ্চনপুর গ্রামে তার জন্ম।

মুক্তবুদ্ধিচর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী ও মননশীল প্রবন্ধকার হিসেবে তিনি অর্জন করেন পাঠকের শ্রদ্ধা। ঢাকার মুসলিম সাহিত্য সমাজের সাথে তিনি ওৎপ্রোতভাবে জড়িত ছিলেন। সাহিত্য সমাজের সভা ও সম্মেলনে তার অংশগ্রহণ ছিল নিয়মিত।

মোতাহের হোসেন চৌধুরী রচিত ‘আমাদের দৈন্য’, ‘আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী’ ও ‘মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা’ প্রবন্ধ ৩টি যথাক্রমে সাহিত্য সমাজের পঞ্চম (১৯৩১), ষষ্ঠ (১৯৩২) ও অষ্টম (১৯৩৪) বার্ষিক সম্মেলনে পাঠ করা হয়।

তার ‘রবীন্দ্রনাথ ও বৈরাগ্যবিলাস’ প্রবন্ধটি সমাজের মুখপত্র ‘শিখা’র পঞ্চম বর্ষ সংখ্যায় প্রকাশিত হয়। মোতাহের হোসেনের প্রবন্ধের গদ্যশৈলীতে প্রমথ চৌধুরী এবং মননে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব লক্ষণীয়।