বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের মানববন্ধন সোমবার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২০

চলচ্চিত্রে রাষ্ট্রীয় অনুদানের স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে মানববন্ধন করবে বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ। সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে চলচ্চিত্র সংসদকর্মী ও সংগঠক বেলায়াত হোসেন মামুন ছাড়পত্রকে বলেন, “বহুদিন ধরে চলচ্চিত্রে রাষ্ট্রীয় অনুদানের বিষয়ে লিখছি, বলছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। অতএব পথে দাঁড়ানো ছাড়া আর কি বিকল্প আছে আমাদের?”

তিনি আরো বলেন, “জানি, পথে দাঁড়িয়েও হয়ত খুব একটা ফায়দা হবে না। সরকার শুনতে চাইলে এতদিনে নিশ্চয়ই শুনতো। তবুও, আমাদের লড়াইটা তো লড়তেই হবে। সরকারকেও শোনাতেই হবে। যেমন শোনানো দরকার চলচ্চিত্র বিষয়ক দমনমূলক আইনগুলো বাতিলের দাবিটি, শোনানো দরকার সেন্সর বোর্ডের স্বাধীন চলচ্চিত্র বিরোধী তৎপরতার কথাগুলো, শোনানো দরকার `জাতীয় চলচ্চিত্র কেন্দ্র` প্রতিষ্ঠার দাবিটি।”