
বেশ্যাকন্যা
পর্ব ৩
সরদার মেহেদি হাসানপ্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০১৮
মামুন ভাইকে নিয়ে আমি নার্গিস আপার ঘরে গেলাম। নার্গিস আপা এই পতিতাপল্লীর নেত্রী কিংবা বলতে পারেন সর্দারনি। তবে নেত্রী ও সর্দারনী শব্দের ব্যবহার পতিতাপল্লী ভেদে ভিন্ন ব্যবহার। বাংলাদেশে মোট পতিতাপল্লীর সংখ্যা ছিল ১৩টি, বর্তমানে কয়েকটি উঠিয়ে দেয়া হয়েছে। কান্দাপট্টি দেশের ২য় বৃহত্তম পতিতাপল্লী। এখানের মোট পতিতার সংখ্যা ছিল প্রায় এক হাজার। দেশের সর্ববৃহৎ পতিতাপল্লী হচ্ছে রাজবাড়ি জেলার দৌলতদিয়া ঘাট পতিতাপল্লী, এখানকার পতিতার সংখ্যা ছিল তিন হাজার। এই পল্লী নিয়ে বিষদভাবে লিখব পরে।
পতিতাপল্লীতে থাকে অজস্র বাড়িওয়ালি। তাদেরকেই সাধারণত সর্দারনি বলা হয়। তাদের নিয়ন্ত্রণে অনেকগুলো ঘর থাকে। সেই ঘরগুলোতে যতগুলো মেয়ে থাকে তাদেরকে নিয়ন্ত্রণ করে বাড়িওয়ালি। কালের বিবর্তনের কারণে বাড়িওয়ালা কর্তৃক পতিতারা নির্যাতিত হবার কারণে প্রতিটা পতিতাপল্লীতে নির্বাচনের মাধ্যমে নেত্রী নির্বাচন করা হয়ে থাকে। নার্গিস আপা কান্দাপট্টির নেত্রী। চা খেতে খেতে নার্গিস আপার সঙ্গে কথা বলছি। উনি প্রোগ্রামের বিষয়ে আমার কাছ থেকে বিষদভাবে জেনে নিচ্ছেন। ওনার আবদার, ওনাদেরকে নিয়ে যেন আমরা পজেটিভ কোনও কাজ করি। আমি ওনাকে আস্বস্ত করলাম, আমার দ্বারা ওনার কোনও হবে না। উনিও আমাকে পল্লীর ভেতরে কাজ করার অনুমতি দিলেন।
এরপর উনি আমাদেরকে ওনার ছোট বোন শিউলির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে অন্য কোথাও চলে গেলেন। আমরা শিউলির ঘরে গিয়ে বসলাম। শিউলির ঘরটা অনেকটা পরিপাটি, সুন্দর বিছানা, বিছানার পাশেই ড্রেসিংটেবিল, আমি বিছানায় গিয়ে বসলাম। সেও বসল। বলল, কি খাবেন?
বাসায় গিয়ে খাব, আপাতত তোমাকে একটু দেখি।
আমাকে দেখার কিছু নেই, আমি তো বেশ্যা।
কেন? বেশ্যা বলে কি দেখতে নাই?
না... তা... না, সবাই তো বইতেই আসে।
তুমি কি নিজেকে খুব ঘৃণা করো?
না। ঘৃণা করি আমার কাজকে, আর ঘৃণা করি যে আমাকে এই পেশাতে নিয়ে এসেছে।
তোমাকে কে নিয়ে এসেছে?
না, আমি বলতে পারব না।
আচ্ছা ঠিক আছে, তোমার বাবা-মা?
ওনারা নেই।
তোমাদের বাড়ি কোথায়?
ওই মিয়া, এত প্রশ্ন চো... ক্যাঁ?
আমি তো মাত্র দুটা প্রশ্ন করলাম।
ফাউ কথা কন, আমি পড়ালেখা জানি না?
পড়ালেখা জানো নাকি?
জানি মানে? অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছি।
তারপর?
তারপর থেকে এখানে চো... দিচ্ছি।
তুমি কি সব সময়ই খারাপ কথা বলো?
চুপ, অত কথা কইয়েন না। আমি কি আপনার লগে একটাও খারাপ কথা কইছি?
না, এমনিই বললাম। তুমি এত সুন্দর কেন?
আমি এত সুন্দর হলাম কিভাবে?
কি যে বল, আমার তো তোমার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করছে।
প্রেম চো..., মাগীপাড়া আইছেন ক্যাঁ?
কেন, এখানে কেউ প্রেম করে না?
আরে মিয়া, কাপড় খোলার টাইম পাই না আবার প্রেম চো....।
না-না, তুমি কেন জানি আমার কাছে লুকাচ্ছো, তোমার প্রেমিক আছে।
হ, আছে।
কে?
তুমি।
আমি?
হ।
মসকরা করো?
তোমারে অনেক চ.... ইচ্ছে করতাছে।
হা হা হা... কথার মাঝে এসব কি? তোমার ঠোঁট সুন্দর।
ওই মিয়া, ঠোঁট ছাড়া অন্য কিছু দ্যাহেন না?
দেখি তো, দুডা হাত, দুডা পা...
মসকরা চো...
তুমি কি সাজগোজ করার সময় পাও?
আমি নিজে সাজার চেয়ে অন্য মেয়েদের সাজিয়ে দেই বেশি।
তাহলে তো তুমি পার্লার দিতে পারো?
হ্যাঁ, আমার তো একটা পার্লার আছে।
তাহলে কি তুমি খদ্দের নাও না?
না, তবে আমার একজন বাবু আছে।
বাবু? বয়স কত?
তোমার মতো।
আমার মতো? আমার মতো বয়স হলে বাবু হয় নাকি?
আরে...চো.. বাবু হচ্ছে পার্মানেন্ট খদ্দের, স্বামীও বলতে পারো।
ও আচ্ছা। সে কি সব সময় এখানেই থাকে?
না, এলাকায় থাকে। ওখানে ওর বউবাচ্চা আছে। গাড়ি নিয়ে টাঙ্গাইল আসলে দু’এক সপ্তাহ আমার এখানেই থাকে।
তুমি কি তাকে বিয়ে করেছ?
মৌখিক বিয়ে।
ও কি তোমার খরচপাতি দেয়?
হ্যাঁ। সে যতদিন আমার কাছে থাকে ততদিন আমি অন্যকোনও খদ্দের ঘরে তুলতে পারব না। সে না থাকলে পারব। সে যাবার সময় মাসের কিছু খরচ আমাকে দিয়ে যায়।
বাচ্চা-কাচ্চা নেয়ার ইচ্ছা আছে?
ইচ্ছা তো হয়, কিন্তু নোংরা পরিবেশ সন্তান জন্ম দিয়ে কি করব?
শুনেছি, আগে বাইরে বেরুলে খালি পায়ে বের হতে হতো, এখনও কি তাই?
না, এখন জুতা পায়ে বাইরে বের হতে পারি।
খালি পায়ে বাইরে যাবার রীতি কিভাবে আসল?
কেন? তোমরা ভালো মানুষ, আর আমরা বেশ্যা, তাই।
মানে?
মানে, তোমাদের মা-বোনেরা মার্কেটে বেরুলে যাতে আমাদের সঙ্গে কেউ মিলিয়ে ফেলতে না পারে, খালি পায়ে দেখলে যাতে বুঝতে পারে আমরা বেশ্যা।
আচ্ছা, আজ উঠি তাহলে, অন্যদিন আসব।
আচ্ছা, তুমি কবে আবার আসবে আগে জানাও। আমি ফ্রি থাকব। আচ্ছা তুমি কি সাংবাদিক?
না।
তাহলে এত প্রশ্ন করলা ক্যা?
আমি টিভি চ্যানেলে চাকরি করি। এসএসএস হয়ে তোমাদের নিয়ে একটা ডকুমেন্টরি বানাব।
আচ্ছা বন্ধু, যত সহযোগিতা লাগে বইল, আমরা করব।
ধন্যবাদ বন্ধু, আজকে আসি।
ধন্যবাদ...
চলবে...