মাহমুদুল হক রুবেল
শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২৬
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি সমর্থকদের হামলায় জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় তার স্ত্রী মার্জিয়া (৩৪) বাদী হয়ে শুক্রবার রাতে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে। এছাড়া দুশো জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াইশো জনকে আসামি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
বুধবার দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়। মুহূর্তেই তা রূপ নেয় ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষে।
মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়। কয়েকটি মোটরসাইকেলে দেওয়া হয় আগুন। এ ঘটনায় দু’পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।























