সিজার অ্যাওয়ার্ড মঞ্চে নগ্ন হলেন ফরাসি অভিনেত্রী
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ১৩, ২০২১
করোনা পরিস্থিতিতে সংস্কৃতি অঙ্গনে সরকারি সমর্থন চেয়ে সিজার অ্যাওয়ার্ডের মঞ্চে উঠে নগ্ন হলেন ফরাসি অভিনেত্রী করিনে মাসেইরো। শুক্রবার সন্ধ্যার এ অনুষ্ঠানে সেরা পোশাক বিভাগে পুরস্কার দেয়ার জন্য তিনি আমন্ত্রিত ছিলেন।
ফ্রান্সে অস্কারের সমতুল্য এ অনুষ্ঠানে রক্তের দাগ লাগা পোশাকের ওপর গাধার আলখাল্লা পরে মঞ্চে আসেন মাসেইরো। কিন্তু ভরা কনসার্ট হলে মাসেইরো হঠাৎ নগ্ন হয়ে যান। অনুষ্ঠানস্থলে ঢোকার সময় তার পোশাকে ছিল ‘নো কালচার নো ফিউচার’ স্লোগান।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের উদ্দেশে ছিল এ বার্তা। খোলা পিঠে ছিল তার নাম সমেত একটি স্লোগান। যেখানে শিল্প চর্চায় পৃষ্ঠপোষকতার আহ্বান জানান ৫৭ বছর বয়সী মাসেইরো।
একই অনুষ্ঠানে মাসেইরোর মতোই দাবি জানান অন্য অভিনয়শিল্পী ও পরিচালকেরা। তাদের মতে, দেশটিতে অন্য অনেক বিনোদন কেন্দ্র খুলে দেয়া হলেও প্রেক্ষাগৃহ বন্ধ। এর কারণ কারো বোধগম্য নয়।।
এর আগে ডিসেম্বরে কয়েকশো অভিনয়শিল্পী, মঞ্চ নির্দেশক, সংগীতকার, চলচ্চিত্র কুশলী ও সমালোচকসহ অন্যরা প্যারিসে বিক্ষোভ করে। এ সময় দেশটির সাংস্কৃতিক কেন্দ্রগুলো বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে তারা সমালোচনা করে।
























