সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘নিঃসঙ্গ সম্রাট’

নাঈমুল হাসান হিমেল

প্রকাশিত : জুলাই ০২, ২০১৮

সুনীল গঙ্গোপাধ্যায় বিংশ শতকের শেষার্ধে আবিভূর্ত একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। ২০১২ সালে মৃত্যুর পূর্ববর্তী চার দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা-ব্যক্তিত্ব হিসাবে সর্ববৈশ্বিক বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন।

বিগত সময়কে কলমের খোঁচায় জীবন্ত করে তুলতে সুনীলের সমকক্ষ সম্ভবত আর কেউ নেই। তার সেই সময়, প্রথম আলো, পূর্ব পশ্চিম, একা এবং কয়েকজন পড়ে যে মুগ্ধতা ছিল, ‘নিঃসঙ্গ সম্রাাট’ সেই মুগ্ধতা আরো গাঢ় করেছে।

বাংলার রঙ্গমঞ্চের মুকুটহীন সম্রাট, যে চেয়েছিলেন বাংলার রঙ্গমঞ্চ কে ইংরেজদের ছায়া থেকে বের করে ভিন্ন এক পরিচয় দেবেন, বাংলা রঙ্গমঞ্চ আর স্বকীয়তা পাবে। ছিলেন কিংবদন্তি নাট্যকার, সাথে তার অভিনয় ছিল অতিমানবীয়, সকলে তার অভিনয় দেখে এত অভিভূত ছিল যে, তাকে মিথ হিসেবে তুলনা করা হতো। অভিনয় দিয়ে তিনি সবকিছু পেয়েছিলেন কিন্তু তার লক্ষ্য ছিল, দর্শকদের রুচি পরিবর্তন করা। তিনি ছিলেন যেমন প্রতিভাবান তেমন জেদি আর দোষের মধ্যে ছিল যখন তিনি নেশা করতে বসতেন চুড়ান্ত মাতাল না হয়ে উঠতেন না। এমন একজন মানুষকে নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘নিঃসঙ্গ সম্রাট’।

উপন্যাসটি শেষ পর্যন্ত পড়লে পাঠক নামকরণের সার্থকতা অনুভব করতে পারবেন। যদিও আসল একজন ব্যক্তিকে নিয়ে লেখা, তবুও এটি কোনো জীবনী নয়, লেখক নিজেই এটি বলেছেন। উপন্যাসের আরেক প্রধান চরিত্র কঙ্কাবতী। অসাধারণ সুন্দরী ও তখনকার মঞ্চে আসা একমাত্র শিক্ষিতা।

অনেকদিন পর আবার সুনীল গঙ্গোপাধ্যায়ের বইটি পড়লাম এবং বরাবরের মতো মুগ্ধ। পাঠক চাইলে খুব দ্রুত পড়ে নিজের মননশীলতাকে রঙিন করতে পারেন। আনন্দ পাবলিকেশন এর তিনশো ষাট পৃষ্ঠার এ উপন্যাসটির দাম ১৭৬ টা। 

একুশে বইমেলা ২০১৮