সৌমিত্র চট্টোপাধ্যায়ের আজ ৮৭তম জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২২
চলচ্চিত্র অভিনেতা, আবৃত্তিকার ও কবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের আজ ৮৭তম জন্মদিন। ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি তার জন্ম। তাদের আদি বাড়ি ছিল বাংলাদেশের শিলাইদহের কাছে কয়া গ্রামে। সৌমিত্রর পিতামহের আমল থেকে চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকতে শুরু করে।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্য নিয়ে পড়াশোনা করা সৌমিত্র চট্টোপাধ্যায়’র চলচ্চিত্র জগতে যাত্রা শুরু হয় ১৯৫৯ সালে নির্মিত সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবির মাধ্যমে। এর আগে তিনি রেডিওর ঘোষক ছিলেন এবং মঞ্চে ছোট চরিত্রে অভিনয় করতেন।
‘অপুর সংসার’ দিয়ে শুরু করে ধীরে ধীরে তিনি সত্যজিৎ রায়ের ১৪টি ছবিতে অভিনয় করেন। পরবর্তী কালে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সাথেও কাজ করেন। সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা ও টিভি ধারাবাহিকে অভিনয় করেন।
তার অভিনীত চরিত্রগুলোর ভিতরে সবথেকে জনপ্রিয় হলো ‘ফেলুদা’। সত্যজিৎ রায়ের পরিচালনায় সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করা সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে সত্যজিৎ রায় স্বীকার করেন, সৌমিত্রর চেয়ে ভালো আর কেউ ছবিটি করতে পারত না।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনীত কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে: অপুর সংসার (১৯৫৯), ক্ষুদিত পাষাণ (১৯৬০), দেবী (১৯৬০), তিন কন্যা (১৯৬১), ঝিন্দের বন্দী (১৯৬১), অতল জলের আহ্বান (১৯৬২), বেনারসী (১৯৬২), অভিজান (১৯৬২), সাত পাকে বাঁধা (১৯৬৩), চারুলতা (১৯৬৪), কিনু গোয়ালার গলি (১৯৬৪), বাক্স বদল (১৯৬৫), কাপুরুষ (১৯৬৫), একই অঙ্গে এত রূপ (১৯৬৫), আকাশ কুসুম (১৯৬৫), মণিহার (১৯৬৬), কাঁচ কাটা হীরে (১৯৬৬), হাটে বাজারে (১৯৬৭), অজানা শপথ (১৯৬৭), বাঘিনী (১৯৬৮), তিন ভুবনের পারে (১৯৬৯), পরিণীতা (১৯৬৯), অপরিচিত (১৯৬৯), অরণ্যের দিনরাত্রি (১৯৭০), প্রথম কদম ফুল (১৯৭০) ও মাল্যদান (১৯৭১)।
সৌমিত্র চট্টোপাধ্যায় ফ্রান্সের সর্বোচ্চ সম্মান Officier des Arts et Metiers পেয়েছেন। সত্তরের দশকে তিনি পদ্মশ্রী পান কিন্তু তিনি তা গ্রহণ করেননি। পরবর্তীতে তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। ১৯৯৮ সালে পান সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার। ২০০১ ও ২০০৮ সালে দু’বার চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পান। ২০১২ সালে তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। ২০২১ সালের ১৫ নভেম্বর দুপুরে তিনি মারা যান।
























