হাসিনার আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৫
শেখ হাসিনার শাসনামলে গুম ও নির্যাতনে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দুই মামলার একটির অভিযোগ গঠনের শুনানি ৩ ডিসেম্বর ও অন্যটির ৭ ডিসেম্বর। একইসঙ্গে এই মামলায় পলাতক শেখ হাসিনাসহ অন্য পলাতকদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।
























