অনু বণিকের কবিতাগুচ্ছ

পাঠকের কবিতা

প্রকাশিত : আগস্ট ১৬, ২০২০

বঙ্গমাতা

সৃষ্টির জগতে এক অসামান্য নক্ষত্র তুমি

স্বাধীনতা অর্জনের মূল প্রেরণাময়ী

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

 

জাতির পিতার সকল কর্মকান্ডে

সাহস যুগিয়েছ তুমি

শক্তি দিয়েছ,অনুপ্রেরণা দিয়েছ

স্বাধীনতা সংগ্রামের পথে।

 

বাংলার মানুষকে ভালোবেসে

নিয়েছ কাছে টেনে

স্বাধীনতা অর্জনে সংগ্রাম করেছ

আড়ালে আড়ালে থেকে।

 

জাতির পিতার অনুপস্থিতে

নেতৃত্ব দিয়েছ তুমি

দেশ স্বাধীনে যুদ্ধে পাঠিয়েছ

এক করে তরবারি।

 

হেঃ বঙ্গমাতা

তুমি না জন্মালে

হয়তো পেতাম না মোরা স্বাধীনতা;

তোমার চরণে রাখি মোরা

হাজারো বিনম্র শ্রদ্ধা।।

 

ঋতু পালা –

গ্রীষ্ম তুমি এসেছিলে

প্রখর তাপ মাথায় নিয়ে;

ঝংকার তুলেছ উত্তাপ দিয়ে

পুড়িয়ে সকল অভিশাপ`কে।

 

বর্ষা তুমি এসেছিলে

কালো মেঘের আঁধার ঢেকে;

ঝরিয়েছ বাদল বাংলার বুকে

ভাসিয়ে নিয়েছ দুঃখীনিকে।

 

শরৎ তুমি এসেছিলে

মাঝির গানের সুর ধরে;

পাল তুলেছ নদীর বুকে

কাল সমুদ্রে ডুবে যেতে।

 

হেমন্ত তুমি এসেছিলে

পাকা ধানে ভরিয়ে দিতে;

তাও যে কৃষক কেঁদে চলে

উৎসব ঘরে ঘুরেফিরে।

 

শীত তুমি এসেছিলে

শিশির ভেজা ভোর নিয়ে;

মাতিয়ে গ্রাম রসের সুবাসে

বস্ত্রহীন`কে যন্ত্রণা দিয়ে।

 

বসন্ত তুমি এসেছিলে

প্রকৃতি নতুন রঙে সাজিয়ে;

তাও যে বিষাদ ঘুরেফিরে

ভোমর ছোঁয়া ফুলে ফুলে।

 

রূপসী বাংলা –

নিশ্চুপ পৃথিবীর,

অন্ধকার রাতে তারা-

ফুটে উঠেছে আকাশে।

 

জ্যোৎস্না আলোয়

ভরে উঠেছে ভুবন।

দেখছি আমি-

এক রূপসী বাংলা!

 

যার প্রেমের টানে আমি বারংবার

ফিরে এসেছি এই মাটিতে-

ছুটে গিয়েছি পরন্ত বিকেলে চির

সবুজের বুকে।

 

যে মাঠে আমি হেঁটেছি বহুদূর

পথভাঙা ঐ

গভীর নিশিতে-

যার মুখ দেখিতে আমি ছুটে চলছি

এক অচেনা পথে।

হেঃ বিশ্বরূপময়ী বাংলা

তোমার মাঝে খুঁজে ফিরেছি –

আমি বাঁচার আশা।

 

নষ্ট হবে,নষ্ট?

নষ্ট হবে,নষ্ট?

নষ্ট হতে মিষ্ট লাগে,

সুষ্ঠ হতে কষ্ট লাগে!

নষ্ট হবে,নষ্ট?

 

জীবনে কিছু তৃপ্তি পাবে

নষ্ট হলে সঙ্গ পাবে,

সুুষ্ঠ হলে তো নিঃসঙ্গ হবে।

নষ্ট হবে,নষ্ট?

 

জীবন কত রঙিন আজ

নষ্ট হলে দেখতে পাবে,

সুষ্ঠ হলে তো অন্ধ হবে।

নষ্ট হবে,নষ্ট?

 

মুক্ত হবে,মুক্ত তুমি

নষ্ট হলে মুক্তি পাবে,

সুষ্ঠ হলে তো বন্দী হবে।

নষ্ট হবে,নষ্ট?

 

জীবনে অল্প মজা পাবে

নষ্ট হলে লুফতে পাবে,

সুুষ্ঠ হলে তো আঘাত পাবে।

নষ্ট হবে,নষ্ট?

জীবন আজ এক ধ্বংসস্তূপ

নষ্ট হলে দেখতে পাবে,

সুষ্ঠ হলে তো বোকা হবে।

নষ্ট হবে,নষ্ট?

 

 

অদ্ভুত সপ্ন –

তোমাকে হারিয়ে ফেলি রোজ,

ভুলে যাই তুমি খানিকটা নিখোঁজ।

জেনে রেখো –

হয়তো অনেকে থেকেও থাকেনা,

পথভরে একটুও ছায়া রাখেনা।

হয়তো অনেকে না থেকেও থাকে,

আড়ালে আড়ালে রোজ দেখা দেয়;

রাতের গভীর এক অদ্ভুত সপ্নের মাঝে!

 

অনু বণিক ছাত্র,অনার্স ১ম বর্ষ,অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ।