অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০১, ২০২৫

অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আজ জন্মদিন। ১৮৯৬ সালের ১ সেপ্টেম্বর কলকাতায় তার জন্ম। পিতা গৌর মোহন দে এবং মা শ্রীমতি রজনী দে।

অভয় কলকাতার স্কটিশ চার্চ কলেজে লেখাপড়া করেন। সেই সময় তিনি ইংরেজি ভাষার পাশাপাশি সংস্কৃত ভাষা নিয়ে অধ্যয়ন করেন।

১৯৫০ সালে বাণপ্রস্থ অবলম্বনের আগে তিনি ছিলেন এক ছোটো ফার্মাকিউটিক্যাল ব্যবসার মালিক। তিনি বিবাহিত ছিলেন এবং তার সন্তানাদিও ছিল।

১৯৫৯ সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এরপর বৈষ্ণব শাস্ত্রের ভাষ্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের পরবর্তী পর্বে তিনি পরিব্রাজক বৈষ্ণব সন্ন্যাসী হয়ে ওঠেন।


গৌর বাণী প্রচারে তিনি জলদূত জাহাজে করে আমেরিকা যাত্রা করেন। ১৯৬৬ সালে প্রতিষ্ঠা করেন ইসকন। এছাড়া ১৯৬৯ সালের ১৪ ডিসেম্বরে তিনি শ্রী শ্রী রাধা-লন্ডনেশ্বর শ্রী-বিগ্রহ প্রতিষ্ঠা করেন।

এই সংস্থায় নেতৃত্বদানের মাধ্যমে তিনি ভারতে এবং বিশেষ করে পাশ্চাত্যে গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব প্রচার করতে শুরু করেন। ইসকনের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি হয়ে ওঠেন পাশ্চাত্য বিকল্প সংস্কৃতির এক অন্যতম প্রধান ব্যক্তিত্ব।

সহস্রাধিক আমেরিকান যুবক যুবতীকে তিনি বৈষ্ণবধর্মে দীক্ষিত করেন। অ্যান্টি-কাল্ট গোষ্ঠীগুলি তাকে আক্রমণ করলেও জে. স্টিলসন জুডা, হারভে কক্স, ল্যারি শিন ও টমাস হপকিন্স প্রমুখ ধর্মীয় বিশেষজ্ঞ তাকে স্বাগত জানান, তার অনুবাদমূলক রচনাগুলির প্রশংসা করেন এবং প্রচারমাধ্যমের অপপ্রচারের হাত থেকে তার গোষ্ঠীকে রক্ষা করেন।

১৯৭৭ সালে তিনি যে বিশ্বব্যাপী ১০৮টি মন্দিরের উদ্বোধন করেন তার একটি ভারতের বৃন্দাবনে কৃষ্ণ-বলরামকে উৎসর্গ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত ও অন্যত্র তিনি শিষ্যসংগ্রহে সফল হন। এই কারণে সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবার তাকে "ক্যারিশম্যাটিক নেতা" বলে উল্লেখ করেন।

১৯৭৭ সালের ১৪ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার লেখা বইগুলো হচ্ছে: শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ, শ্রী ঈশোপনিষদ, শ্রীমদ্-ভাগবতম, চৈতন্য চরিতামৃত, গীতার গান, বৈরাগ্য বিদ্যা, বুদ্ধি যোগ, ভক্তি রত্নাবলি ইত্যাদি।