অমিত কুমার কুণ্ডু

অমিত কুমার কুণ্ডু

অমিত কুমার কুণ্ডুর কবিতা ‘কয়েক লাইন’

প্রকাশিত : জানুয়ারি ০৫, ২০২১

এক.
রোজ ভিড় ঠাসা মেট্রোতে, আমার স্বপ্ন ধরতে ছোটা
স্বপ্নেরা দিগন্ত, ছোটা পুরান অভ্যেস
আমার স্বপ্ন ধরা হয় না, আমি ছুটে ছুটে ক্লান্ত
আমি যত ছুটি স্বপ্ন আমার তত দূরে যায়
ঠিক এমনই হয়, স্বপ্নরা বোধহয়!
স্বপ্নেরা বোধহয়, ঠিক এমনই হয়!

দুই.
তুমি ছুঁয়ে দিলে উড়ু উড়ু মন থেমে যায়
তোমার বুকের বামপাশে মন নেমে যায়
তুমি হাসলেই ঝরাপাতা হাসে
ফুলের গন্ধ সমীরণে ভাসে
তুমি চাইলেই পূর্ণিমা রাত এসে যায়
আমার অবুঝ মন শুধু ভালোবেসে যায়।
তুমি ছুঁয়ে দিলে ভোরের স্বপ্ন ধরা যায়
ভবঘুরে মন ঠিক ঘরমুখো করা যায়
তুমি হাসলেই ফাগুন আকাশে
সুখতারা উঠে বসে পড়ে পাশে
তুমি চাইলেই মুঠো মুঠো সুখ এসে যায়
আমার অবুঝ মন শুধু ভালোবেসে যায়।

তিন.
চেনা জানা পথ পুরান শহর আগের মতোই আছে
চেনা যানজট চেনা মুখগুলো আগের মতোই আছ
চেনা রোদ্দুর চেনা কোলাহল আগের মতোই আছে
সব চেনা আছে শুধু তুমি নেই এখন আমার কাছে।

চেনা ছন্দের চেনা কবিতারা আগের মতোই আছে
চেনা চিলেকোঠা চেনা মেঘ ছায়া আগের মতোই আছে
চেনা ডাকঘর চেনা খাঁকি খাম আগের মতোই আছে
সব চেনা আছে শুধু তুমি নেই এখন আমার কাছে।

চেনা বাড়িঘর চেনা অভ্যাস আগের মতোই আছে
বুকে পুষে রাখা চেনা দুঃখেরা আগের মতোই আছে
চেনা স্বপ্নেরা চেনা প্রতিশোধ আগের মতোই আছে
সব চেনা আছে শুধু তুমি নেই এখন আমার কাছে।

চার.
তুমি রেগে গেলে সুন্দর লাগে কেউ কি বলেছে আগে?
রাগলেই মন কাছাকাছি আসে রাগে আর অনুরাগে
তুমি রেগে গেলে পুরান স্মৃতিরা সিঁড়িঘরে আড়ি পাতে
একরাশ অভিমান নিয়ে প্রেম নিভৃতে আসে রাতে।

তুমি রাগলেই পূর্ণিমা চাঁদ উঁকি দেয় মেঘ সরে
বনের মহুয়া ভেসে ভেসে আসে পাখির ডানায় চড়ে
তুমি রাগলেই সেই শুভদিন হলুদ সন্ধ্যা স্বপ্ন রঙিন
স্মৃতির পাখিরা ভোর না হতেই জেগে ওঠে অনুরাগে।

তুমি রেগে গেলে সুন্দর লাগে কেউ কি বলেছে আগে?

পাঁচ.
আমার কিছু ভাল্লাগে না
কিছুই আমার ভাল্লাগে না।

উদাস দুপুর, ক্লান্ত বিকেল
সন্ধ্যা তারা ভাল্লাগে না।

চায়ের দোকান, সিগারেটের
তপ্ত ধোঁয়া ভাল্লাগে না।

তুমি ছড়া ভাল্লাগে না

উষ্ণ অধর, রাত বিরাতে
ছুঁতে এলেও ভাল্লাগে না।

কিছুই আমার ভাল্লাগে না।