অমিত কুমার কুণ্ডুর ছড়া ‘দুখের জীবন থাকবে না’

প্রকাশিত : জুন ০৮, ২০২২

আজকে তোমার দুঃখ আছে
কালকে সেটা থাকবে না
দুখের স্মৃতি সুখের ছোঁয়ায়
হাত ইশারায় ডাকবে না।

রাতের শেষে সকাল আসে
আঁধার কেটে আলো হয়
যন্ত্রণাতে নিমজ্জিত
ব্যর্থ দিনও ভালো হয়।

শীতের পরে গ্রীষ্ম আসে
স্থায়ী যে কিছু নেই
মন্দ-ভালো কোনো কিছুই
সত্যি তোমার পিছু নেই।

কান্না-হাসি, জয়-পরাজয়
সব কিছুরই শেষ আছে
কাজের উপর কর্মফলের
একটু হলেও রেশ আছে।

আজকে বেকার কালকে ঠিকই
কর্মমুখর দিন পাবে
ইচ্ছা সফল করতে নিজের
শিল্পে নতুন ঋণ পাবে।

কোনো কিছুই জীবন জুড়ে
ঘাপটি মেরে থাকে না
সময় হবার আগে গাছে
কোনো ফলই পাকে না।

ধৈর্য ধরে সহ্য করে
কাজ করে যায় যে হেসে
সঠিক সময় বিজয় মালা
গলায় পরে সে হেসে।

তাই কখনো খুব হতাশায়
ভেঙে পড়ার কারণ নেই
দুখের দিনে মিষ্টিমুখে
হাসতে কারো বারণ নেই।

হাসতে থাকো হৃদয় খুলে
হাসলে সকল সুখ পাবে
হাসা-হাসির জীবন তোমার
বৃথা কেন দুখ পাবে।