অমিত কুমার কুণ্ডুর পাঁচটি প্রেমের কবিতা

প্রকাশিত : জুলাই ২৩, ২০২০

তুমি বলতে

তুমি বলতে ঢাকায় চলো, ঢাকা আমার স্বপ্ন শহর
আমি বলতাম কী দরকার? খুলনাতে তো ভালোই আছি।
তুমি বলতে গাড়ি কিনবে। বাসে আমার ভাল্লাগে না
আমি বলতাম অনেক খরচ, গাড়ি কেনার সামর্থ নেই।

তুমি বলতে বেড়াতে চলো, সিঙ্গাপুরে হানিমুনে
আমি বলতাম টাকা কোথায়? সিলেট আছে এই তো অনেক।
তুমি চাইতে এয়ার ভ্রমণ, আমার কী ছাই সাধ্য ছিল
বাসে ট্রেনে যাওয়া তখন আমার জন্য বাধ্য ছিল।

তোমার কত স্বপ্ন ছিল, স্বপ্ন দেখতে ভালোবাসতে
খুব সাধারণ দাবি নিয়ে তখন তুমি কাছে আসতে।
আমার তখন শূন্য পকেট, কিছুই তেমন দিতে পারিনি
তবু তখন আমার ছিলে, এখন আমি কাকে দেব?

অভিমানী

একটি জীবন ব্যর্থ হলে কার এমন কী এসে যায়
ব্যর্থ জীবন নিয়েই না হয় একটি জীবন কাটিয়ে দেব।
তোমার ভালোবাসা ছাড়া জীবন আমার নষ্ট জীবন
তুমি চাইলে একটি ছেলে আনন্দময় জীবন পাবে।

তুমি চাইলে এই জীবনেই সবটুকু সুখ পেতে পারি
তোমার ছাড়া এ জীবনে আর কি আমি সুখি হবো?
তুমি চাইলে বৃষ্টি-বাদল সন্ধ্যা-সকাল রঙ ছড়াবে
জ্যোৎস্না রাতে দুজন মিলে কাটিয়ে দিতে আমার হবে?

অভিমানী ধুকপুকানি সত্যি তুমি আমার হবে!

কষ্ট হয়

তোমার কথা ভাবলে আমার কষ্ট হয়
সকাল, দুপুর, দিন, রজনী, নষ্ট হয়।
 
আমার অপরাধ আমি তোমাকে নষ্ট করিনি

এই নষ্ট সমাজে যখন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে
যখন সবকিছু অর্থের মাপকাঠিতে মাপা হয়
তখনো তোমাকে রাখতে চেয়েছি পবিত্র।
তখনো তোমাকে ভালোবেসেছি হৃদয় দিয়ে।

তুমি আমার ভালোবাসাকে পুঁজি করে
আমার দুর্বলতার সুযোগ নিয়েছো
আমাকে ব্যবহার করেছো

তবুও তোমাকে আমি অক্ষত রেখেছি।
তোমার কাছে এর প্রতিদানে
ঘৃণা ছাড়া আর কী-ই বা পেতে পারি?

আমার অপরাধ আমি তোমাকে নষ্ট করিনি
আমার একমাত্র অপরাধ, আমি তোমাকে নষ্ট করিনি।

আমাদের দূরে থাকাই ভালো

দূরে থাকলে বুকে এক
চিনচিনে ব্যথা অনুভব হয়,
শরীরের রন্ধ্রে রন্ধ্রে, কোষ থেকে কোষান্তরে
তোমার অস্তিত্ব জানান দেয়।

আত্মাকে যেমন
দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না
হৃদয় দিয়ে অনুভব করতে হয়,
দূরে থাকলে তোমাকেও তেমনি
সমস্ত অস্তিত্ব দিয়ে অনুভব করতে পারি।

দূরত্ব সে অনুভব শক্তি
বহুগুণ বাড়িয়ে দেয় প্রিয়।

কাছে আসলে
জাগতিক কাজকর্মে আড়াল হয় প্রেম।

সেখানে দখল নেয় কঠোর বাস্তবতা।
তুমি তখন অআর প্রেয়সী থাকো না প্রিয়
তুমি হয়ে যাও বন্ধু, পার্টনার, আরো অনেক কিছু
তখন তুমি কল্পনায় থাকো না,
থাক জীবনের রূঢ় বাস্তবতায়।

দূরে থাকলে
যদি ভালো থাকা যায়, তবে দূরত্বই ভালো।
কাছে আসলে ঝগড়া, মান-অভিমান
এসব এখন আর ভালো লাগে না।

জীবনের ঘানি টানতে টানতে
বড্ড ক্লান্ত আমি।

একটু বিশ্রামের সুযোগ পেলে
ডুবে থাকি কল্পনার সীমাহীন আনন্দে
সে ভাবনার সবটা জুড়ে তুমিই থাকো।

ভাবনার অবকাশে
তুমি অকারণে হেসে ওঠো
খুনসুটি করো,
আমার হৃদয় প্রেমে পূর্ণ হয়ে যাই।

এখন আর দুঃখ পেতে ইচ্ছে করে না জানো
আমাদের দেখা হলে
পাশাপাশি চলতে চলতে
যদি কখনও দূরত্ব বেড়ে যা,
যদি কখনও দুটি মন দু`দিকে ছিটকে যায়
তবে যে আমরা অসীম কষ্ট পাব!

আমাদের দূরে থাকাই ভালো
অন্তত একটা জীবন।