অমিতাভ পালের পাঁচটি কবিতা

প্রকাশিত : অক্টোবর ২৯, ২০২০

একক সঙ্গীত

আমি একা
পশুর মতো একা
কেবল মাঝেমাঝে যৌনতার সাথে যখন দেখা হয়
তখন বুঝি, আমার আরেকটি একক আছে
আমি একা
আমরা একা

দেহ পারাপার

আমরা দিলাম
নিজেদের যা কিছু লুকানো ছিল এতদিন
সব খুলে ছড়িয়ে রাখলাম রোদের নিচে
সীমান্ত পেরোনোর সময় এটা করতে হয়
যেন কাস্টমস অফিসারের সামনে দাঁড়িয়ে কবুল করছি
আমাদের সৎ অন্তঃকরণ আর পবিত্র শরীরের কথা
এবার আমাদের পরস্পরের দেশে যেতে দেয়া হোক
আমরা দিলাম আমাদের সবকিছু পরস্পরের হাতে
আর কাস্টমস অফিসার আমাদের পাসপোর্টে
সিল মারলো— প্রেম
আমরা লিপ্ত হলাম

ঝড়

বাতাসে নাচছে গাছ
বাতাস যেন বাঁশি
উৎসবে মত্ত গাছেরাই
আদত আদিবাসী

পিরামিড

পিরামিড মৃত্যুর মহাকাব্য
তারপর ধীরে ধীরে মৃত্যু সাধারণ হয়ে গেছে
আর মৃতদের সমাধির স্তম্ভগুলিও ছোট হতে হতে
পৌঁছে গেছে বেওয়ারিশ লাশে
মুত্যু এখন মশামাছি
ইদানীং মৃত্যু ধর্মের মতো
গ্রন্থসর্বস্ব— পিরামিড

মেয়েরা

মেয়েদের স্তন দেখলেই আমি শিশুর মতো
ক্ষুধার্ত হয়ে পড়ি
মেয়েদের যোনি আমাকে মনে করিয়ে দেয়
মামাবাড়িতে আমার জন্মের আঁতুরঘরটার কথা—
মেয়েরা আমাকে কখনো বড় হতে দেয় না
পাশে বসিয়ে রাখে চিরকালের শিশুর মতো
মেয়েরা সব বড় হয়েই জন্মায়—
পুরুষের চেয়ে বড়