অমিয় রায় দীপের গীতিকবিতা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ২৯, ২০১৯

এক.

একুশ তোমায় দিলেম কি
একুশ তুমি পেলে কি
একুশ তুমি শব্দভাণ্ডার
একুশ তুমি স্বাধীনতার
পূর্ব চিৎকার
একুশ তুমি ভাইয়ের দেহের
রক্তচিহ্ন
একুশ তুমি বোনের ছেঁড়া সেই
নগ্ন দেহ
একুশ তুমি লাল সবুজের
অংহকার
একুশ তুমি বাংলা ভাষার
চিহ্নিত অধিকার
একুশ তুমি মুক্ত হস্তে
দিয়েছ ঋণ
একুশ সেই ঋণেতে ঋণী
আমরা চিরদিন
একুশ তোমায় দিলেম কি
একুশ তুমি পেলে কি
একুশ তুমি পূর্বাকাশের
রক্তিম সূর্য
একুশ তুমি শহীদ মিনারে
লুকিয়ে থাকা বাংলা ভাষার
নতুন আর্য
একুশ তুমি কলম কালিতে লেখা
প্রেমিক কবিতা
একুশ তুমি যুদ্ধক্ষেত্রে
অস্ত্রহাতে বিভীষিকা
একুশ তুমি সন্তান স্নেহে
ঢাকা মায়ের আঁচল
একুশ তুমি সুর তালে ঘেরা
বাংলা গজল
একুশ আমরা দিনভিখারী
একুশ তোমার মত তোমায়
আমরা আর কি দিতে পারি
একুশ তুমিই সম্মাননা
একুশ তুমিই উন্মাদনা
একুশ তোমায় এইটুকুই দিলেম
একুশ তুমি একটুকুই আজ
রাখো।

 

দুই.

তাকে হয়তো আর দেখা
হলো না
তার সাথে হয়তো আর কথা
হলো না
দিনকে দিন ঘোলাটে রঙিন
কালো পায়রা উড়ছে যে আজ
শান্তির সঙ্গহীন
ভিতর ঘরে আর মনের দ্বারে
হয়তো বসে আছে খিল এঁটে
একপা এগোই তিনপা পিছুই
পৌঁছুতে পারি না তার বাটে
বেলাশেষে কাটছে একা
জলহীন এই ঘাটে
তাকে হয়তো আর দেখা
হলো না
তার সাথে হয়তো আর
কথা হলো না
বাদ পড়া কিছু কারণে
মন দেয় না সায় আমন্ত্রণে
সারি বেঁধে লাল পিঁপড়ে হাঁটে
দেখো কালো বেড়াল
রাস্তা কাটে
সেই কাটা রাস্তায়
সম্পর্কটা পস্তায়
সব শেষ হলো কিছু কথা
বড্ড সস্তায়
তার আওয়াজটা ঠিক পাবে
না আর আমার কান
মনের ভেতর পোঁড়া গন্ধ
কাঠ কয়লার শশ্মান
তাকে হয়তো আর দেখা
হলো না
তার সাথে হয়তো আর কথা
হলো না

 

তিন.

অভ্যেস হয়ে গেছে তোর সাথে
না বলতে বলতে কথা
চোখের কোণে জমে না জল
মন ভাবে না নিয়ে নিরবতা
অভ্যেস হয়ে গেছে না
দেখতে দেখতে তোকে
মুখের আর হয় না ভুল
নাম ধরে না ডাকে
চাঁদের আলো বৃষ্টি বেলা
এখনো ঠিক দেখি রোজই
সেই আলোতে সেই বেলাতে
আর তোকে না আমি খুঁজি
বিচ্ছেদ হয়ে গেছে ভাল কথা
আর রাখবনা মনে
তবুও জানি লুকিয়ে আছিস
গহীন কোনো কোণে
লুকোনো তুই মাঝে মাঝে
আসিস
অভ্যেস হয়ে গেছে না
ধরতে ধরতে তোর হাত
তোর হাসিতে খুনসুটিতে আর
হই না আমি কুপোকাত
অভ্যেস হয়ে গেছে না
মুঝতে মুঝতে তোর চোখের জল
তোর রাগেতে আর হই না
আমি অসম্বল
বিকেল বেলা সন্ধ্যে আকাশ
এখনো আমি রোজই ঘুরি
তোর অপেক্ষায় থাকতে হয় না
হয় না আমার এখন দেরি
দূর করে দিয়েছিস ভালো কথা
ডাকবনা তোকে আর আমন্ত্রণে
তবুও জানি তুই যে আছিস
আমার লুকোনো এক আহ্বানে
লুকোনো তুই মাঝে মাঝে
আসিস

 

চার.

কথা শেষ
আর নিরবতা হচ্ছে অভ্যেস
যাচ্ছে দূর
হয়তো হিসেব কষলে ঠিক
সাত সমুদ্দুর
স্তব্ধ মন
লুকিয়েছ চোখের জল আর
হারিয়েছে হৃদকম্পন
ডাক নাম
ডেকে ডেকে দিন শেষ তবু
চোখ পায় না আরাম
নেই, থেকেও সে নেই
অন্য কারো চোখ মন
আরাম করে সে আছে জুড়ে
আর আমার
চোখ মন সব শকুন খেলো
দেখা শেষ
চোখের মণি কোমায় গেল
কারণ পুরোনো বদভ্যেস
হঠাৎ রাগ
নিমেষে মিটে গিয়ে আর হচ্ছে না
করা সেই সোহাগ
বেলী ফুল
হয়তো আরো ফুটবে তবে
ছোঁয়ানো হবে না তার আঙুল
কারণ
নেই, জানি সে থেকেও নেই
অন্য কারো চোখ মন
আরাম করে সে আছে জুড়ে
আর আমার
চোখ মন সব শকুন খেলো