‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখায় লেনদেনের অভিযোগ, অনুসন্ধান শুরু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১৭, ২০২৫

শেখ মুজিবুর রহমানের বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখার বিনিময়ে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগ অনুসন্ধানে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।

আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় আলোচিত বই ছিল শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক এই বই।

২০১২ সালে প্রকাশ পাওয়া বইটির বিষয়ে শেখ হাসিনা দাবি করেছিলেন, তার বাবা শেখ মুজিবুর রহমানের পুরাতন ৪টি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর সেটি বই আকারে প্রকাশ করা হয়।

বইটিতে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলনসহ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। প্রায়ই শেখ হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত। এমনকি নেতাকর্মীদের বলতেন, বইটি থেকে শিক্ষা নিতে।

তবে সস্প্রতি একটি গণমাধ্যম উঠে এসেছে এই আত্মজীবনী লেখার পেছনে রয়েছে ভিন্ন কাহিনি। সেখানে বলা হয়, এই বইটি আসলে লিখেছেন পুলিশের সাবেক আইজি জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে শতাধিক সদস্যের একটি দল।

গুরুতর অভিযোগ রয়েছে, এই বই লেখা ও সার্বিক তদারকির বিনিময়ে সরকারি পদ, নগদ টাকা ও ফ্ল্যাট পেয়েছেন সংশ্লিষ্টরা।