প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আবু তাহের সরফরাজের চারটি নাতে রাসূল (স.)

প্রকাশিত : জুন ০৮, ২০২২

হেরার জ্যোতি

হেরা গুহায় ধ্যানের নবি ওহি পেলেন, পড়ো
সেই নবিজির উম্মত আজ মূর্খ ঘোরতর।

জ্ঞানের আলো নিভে গেছে, মূর্খতা চারদিকে
মানবীয় গুণগুলো আজ হয়ে গেছে ফিকে।
মানুষ দেখে পালায় মানুষ
জ্ঞান অভাবে নেই কারো হুঁশ
উদারতার চেয়ে এখন হানাহানিই বড়।।

ইসলামি দিক-নির্দেশনা বিকৃত আজ ভবে
জ্ঞানের মশাল ঊর্ধ্বে তুলে হাঁটবে কে আর তবে?
কোরান-হাদিস কেউ পড়ে না
জ্ঞানের খোঁজে কেউ নড়ে না
শ্রেষ্ঠ হয়েও মানুষ এখন মানুষ তো নয়, জড়।।

বিশ্বাসীদের বন্ধু

বিশ্বাসীদের বন্ধু ওগো নূরনবি হযরত
পথ হারানো পথিক আমি দেখাও সরল পথ।

নানা মতের পথের বাঁকে পথ হারিয়ে বসে
ক্লান্ত আমি দেখতেছিলাম, সব পথই যায় ধসে।
সকল মতই সত্য যে নয়
সত্য খুবই গোপনে রয়
সেই সত্য চেনাও ওগো নবি মোহাম্মদ।।

বিশ্বাসীদের সরল পথের খোঁজ দিলো কোরআন
বুঝতে পারি, সকল কিছুর মূলেই হলো জ্ঞান।
জ্ঞানের আলোয় পথ দ্যাখে চোখ
কিন্তু বলো কোথায় সে লোক
দ্বীনের নবি মোহাম্মদের প্রিয় হে উম্মত।।

তৃষ্ণাকাতর পথিক

তৃষ্ণাকাতর পথিক আমি মিলবে কি অমৃত?
নূরের নবি দেখব বলে বুকখানা তৃষিত।

মরুর দেশে জন্ম নিলে নবিজির সময়
দেখতে পেতাম মুখখানি তার কী যে জ্যোতির্ময়!
পবিত্র সেই মুখের ভাষা
শুনে পূরণ করতাম আশা
তার চরণের খেদমতে ভাই হতাম ব্যবহৃত।।

আবু বকর ওমর আলি— তাঁর যে কত সাহাবি
আমিও সেই দলের হতাম, আর কে আমায় ফেরাবি!
জিহাদের ওই ময়দানে ভাই
যেতাম ছুটে আমিও হায়
শহিদ হয়ে যেতাম তবু হতাম না গো ভীত।।

হেদায়েতের পথ

হেদায়েতের পথ দেখাতে আল্লাহ মেহেরবান
বেহেস্ত হতে দিলেন ধরায় পবিত্র কোরআন।

বিশ্বজগৎ সৃষ্টি যাহার তিনিই প্রজ্ঞাবান
সৃষ্ট সকল কিছুর স্বভাব তারই গোপন জ্ঞান।
যার যে স্বভাব সেই নিয়মে
চলছে সবাই জগৎধামে
মানুষই একমাত্র পারে ভাঙতে সেই বিধান।।

ইচ্ছাশক্তি দিলেন খোদা মানুষের ভেতর
দিলেন আরও ভালো-মন্দ বোঝারও অন্তর।

প্রতিনিধি করে খোদা পাঠালেন মানুষ
জ্ঞান অভাবে আজকে তারাই মূর্খ ও বেহুঁশ।
এই প্রকৃতির নিয়মরীতি
সৃষ্ট জগতের সম্প্রীতি
মানুষকে জানাতেই খোদা দিলেন যে কোরআন।।