আবু তাহের সরফরাজের প্রেমের কবিতা ‘মৃত্যুর মতো সত্যি’
প্রকাশিত : জুলাই ২২, ২০২০
মৃত্যু আমাকে ডেকে নেবে ভবে
অনিবার্য সে, তাই
তুমিও আমাকে ডাক দেবে ভেবে
কিছু আনন্দ পাই।
এই যে সত্যি নিয়া জীবপ্রাণ
ভবে ঘুরতেছে আবছায়া ম্লান
নানা রঙছবি এঁকে তুমি তার
এঁকে দাও তো, কিছু হাহাকার!
তুমি আর আমি পৃথিবীর ছাদে
গন্ধম খেয়ে পা দেব ফাঁদে
বিতাড়িত হবো গ্রহ থেকে গ্রহে
এইসব ছবি রেখো সংগ্রহে।
আমাকে বলো তো, তুমিও আমাকে
মৃত্যুর মতো ডাকবে
গাঢ় বেদনায় ফুটিবে হে ফল
জ্ঞানযোগ তাতে থাকবে।
ডাকবেই তুমি, নির্ধারিত হে
মৃত্যুর মতো সত্যি
অনিবার্য এই নিয়তির খাতা
শূন্যতা দিয়ে ভর্তি।
বলো তো নীলিমা, পৃথিবীর সীমা
কোথায় গিয়েছে ঠেকে?
তারও ওইপারে জগতের ছবি
দ্যাখাও তো কিছু এঁকে।
সংশয় নয়, শূন্যতা ভেঙে
ডেকে নাও বিবিজান
মৃত্যু যেমন ডাকবে হঠাৎ
দেহ ছেড়ে যাবে প্রাণ।
মৃত্যু যদিও অমোঘ রাত্রি
অসীমের গহ্বর
তবু তা সত্যি, তুমিও এমন
ডাকো তো জাতিস্মর।
ঘোর ঘোর চাঁদ, আর নিচে তুমি
অন্ধকারে একা
বলো তো নীলিমা, এই অনুভূতি
কার কলমের লেখা?
আমাকে বলো তো, আয়নার দেশে
আছেন কে জাদুকর
প্রতিদিন তার সাথে দ্যাখা হয়
পাশাপাশি কার ঘর?
সুন্দর থাকে গোপন গুহায়
সব মানুষের দেহে
যদি চিনে থাকো, অনিবার্য তা
বাধা দেবে আর কে হে?
মৃত্যু আমাকে ডেকে নেবে বুকে
তুমিও এমন হও
নিশ্চিত থাকি, তুমি ও মৃত্যু
আলাদা কিছুই নও।
আমি তোর ঘ্রাণে উন্মাদ হবো
হেঁটেই বেড়াবো ভবে
ডাক দিবি তুই, কথা দে, নইলে
উলটপালট হবে।
নিশ্চিত জানি, সাঁকোটা দুলছে
ওইপারে তুমি একা
সন্ধের ছায়া ঘনিয়ে এসেছে
আমাদের হলো দেখা।
ডেকেছি তো আমি চিৎকার করে
রক্তের ঢেউ তুলে
তুমি ডাকবে না? এই পৃথিবীর
দৃশ্যসকল ভুলে?
কেননা মৃত্যু অমোঘ সত্যি
এরপর সবই ধারণা
আমাকে তুমি ডেকে নাও প্রিয়,
ডাকতে কেন হে পারো না?
দুই হৃদয়ের মাঝখানে সাঁকো
পারাপার খুব সোজা
তবুও দুজন দুই পরপারে
বইছি দেহের বোঝা।
পেরিয়ে এসো তো সন্ধের নদী
রক্তগোধূলি রাঙা
তুমি আর আমি বস্তুত জল,
ছেড়ে দেব ভবে ডাঙা।
























