আবু তাহের সরফরাজের প্রেমের দুই কবিতা

প্রকাশিত : এপ্রিল ০৩, ২০২১

স্বপ্নের জলছবি

সেজদায় নত হলে হে প্রগাঢ়,
দেহ থেকে এই প্রাণ হরণ কোরো।

এই ভবে নদীতীরে গোধূলি বেলায়
সূর্যের রঙছবি সব মুছে যায়।
নীলিমার ওই কোণে উঁকি দ্যায় চাঁদ
জগতের সবখানে পাতা কেন ফাঁদ?

বসে থাকি, রাত হয়, নেমে আসে ঘুম
চাঁদ তবু ওঠে না কো, রাত নিজ্‌ঝুম।
স্বপ্নের জানালায় উড়ে যায় বই
ঢেকে দ্যায় বাইরের আলো থইথই।
বই খুলে নড়ে ওঠে মৃত অক্ষর
ভয় পেয়ে ভেঙে যায় নীলিমার ঘোর।

স্বপ্নের জলছবি মুছে যায় তবু
তৃষ্ণার কাতরতা থেকে যায় প্রভু।

তৃষ্ণায় থত্থর কাঁপতেছি খুব
চাঁদ কেন ওঠে না হে, নীলিমা তো চুপ!
সুন্দর নেই তবু আছে চেতনায়
মৃত্যুর ওইপাড়ে যেন দ্যাখা পাই।

সোনার রথ

চোখের কালো পরদা তুলে আলো দেখায় পথ
দূর নীলিমায় হারিয়ে গেছে আমার সোনার রথ।
সৌরলোকে ঘুরছে কী ওই রথের মতো ডানা
বিস্তৃত এই মহাবিশ্বে দৌড়তে তার মানা।
রথ হারিয়ে পথ হারিয়ে নীরব এখন আমি
নীরবতার নীরবকথা জানে অন্তর্যামী।