ইজরায়েল-যুক্তরাষ্ট্রের যেকোনো ঘাঁটি ধ্বংস করবে ইরানি ড্রোন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৭, ২০২৫

দেশের সীমানা ছাড়িয়ে শত্রুর ঘাঁটি তছনছ করে দেওয়া নতুন ইরানি ড্রোন আরশ-২। এটি হলো আরশ-১ এর নতুন ও উন্নত সংস্করণ, যা ২০১৯ সালের জানুয়ারিতে ইরানি সেনাবাহিনীর মহড়ায় প্রথম প্রদর্শিত হয়।

এই স্টিলথ ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা ডিজাইন করেন এবং ব্যাপকভাবে তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচের এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলি এবং উত্তেজনা বৃদ্ধির পর ‘শাহেদ ১৩৬’ এর পাশাপাশি নতুন ড্রোন আরশ-২ এর নামকরণ করে ইরান।

ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম অস্ত্র আত্মঘাতী এই ড্রোনটি তার অনন্য ক্ষমতার কারণে দ্রুত মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ড্রোনটির দীর্ঘ পাল্লা, উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু নির্ভুলতা এবং রাডার সিস্টেমকে বাইপাস করার ক্ষমতার কারণে আক্রমণাত্মক ড্রোনের ক্ষেত্রে এটি ইরানের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে পরিচিত।

সামরিক কমান্ডাররা ঘোষণা করেছে, ড্রোনটি সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং মূল বিষয়গুলোকে লক্ষ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন এবং ব্যাপকভাবে উৎপাদিত হয়েছিল।

ইরানি সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমারস হায়দারি ২০২২ সালের সেপ্টেম্বরে ঘোষণা করেন, আরশ-২ ইজরায়েলের সঙ্গে যেকোনো সামরিক সংঘর্ষের ক্ষেত্রে উপকূলীয় শহর তেল আবিব ও হাইফাকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে।