ইজরায়েল ৩০ ফিলিস্তিনির লাশ ফেরত দিল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৩, ২০২৫

৩০ ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইজরায়েল। বুধবার বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের নেতৃত্বাধীন প্রশাসন।

 

এর আগে ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েল ও হামাসের সম্মতিতে ১০ অক্টোবর থেকে শুরু হয় যুদ্ধবিরতি।

 

ট্রাম্প যে ২০টি পয়েন্ট সম্বলিত প্রস্তাবনাটি পেশ করেছিলেন সেখানে একটি পয়েন্টে বলা হয়, গাজায় আটক সব জীবিত ইজরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং ফেরত দেবে মৃত সব জিম্মির লাশ। বিনিময়ে ইজরায়েলি কারাগারে আটক কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব। প্রতি মৃত জিম্মির দেহের বিনিময়ে ১৫ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করবে ইজরায়েল।

 

সংঘাতের ২ বছরের বিভিন্ন সময়ে কয়েকজন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। হিসাব অনুযায়ী, শেষ পর্যন্ত হামাসের হাতে ছিল ৪৮ ইজরায়েলি জিম্মি। তবে হামাস জানিয়েছিল, এই জিম্মিদের মধ্যে জীবিত আছে ২০ জন। বাকি ২৮ জন মারা গেছে।

 

যুদ্ধবিরতির পর তৃতীয় দিন অর্থাৎ ১৩ অক্টোবর জীবিত সব ইজরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। এরপর মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর শুরু করে।

 

গাজার প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, এ পর্যন্ত ইজরায়েলের কাছে ১৫ মৃত জিম্মির লাশ এবং দেহাবশেষ হস্তান্তর করা হয়েছে। বাকি ১৩ জিম্মির লাশও ফেরত দেওয়া হবে। মঙ্গলবার ২ জিম্মির লাশ তেল আবিবকে ফেরত দেওয়া হয়।

চুক্তির শর্তানুসারে সেই দুই জিম্মির মরদেহের বিনিময়ে বুধবার ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করে ইজরায়েল।