ইরান-ইজরায়েল উত্তেজনা, রাশিয়ার উদ্বেগ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৪

ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন।

দিমিত্রি পেসকভ বলেন, “ইজরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধিতে রাশিয়া অত্যন্ত উদ্বিগ্ন। আমরা এ অঞ্চলের সব দেশকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “উত্তেজনা বৃদ্ধি করে কারো লাভ নেই। তাই অবশ্যই রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতিতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।”

রোববার বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুব সাবধানে এবং কৌশলগতভাবে চিন্তা করার অনুরোধ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইজরায়েলকে রক্ষা করবে। তবে ইজরায়েলের কোনো প্রতিক্রিয়ায় অংশ নেবে না।”

গত সপ্তাহে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইজরায়েলি হামলার পর পালটা হামলা হিসেবে শনিবার ইজরায়েলে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইজরায়েলের দাবি, এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ইজরায়েলি ভূখণ্ডে পৌঁছার আগেই ধ্বংস করা হয়।