মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও (ফাইল ছবি)

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও (ফাইল ছবি)

ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না: যুক্তরাষ্ট্র

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০১৯

ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মঙ্গলবার টুইটবার্তায় তিনি এ কথা জানান।

পম্পেও বলেন, “ইরান গোপনে পরমাণু তৎপরতা চালাচ্ছে। শুধু তাই নয়, দেশটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএকে সহযোগিতা করছে না। ইরান আইএইএকে পুরোপুরি সহযোগিতা করছে না এবং দেশটি গোপনে পরমাণু তৎপরতা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না।”

অথচ পম্পেওর এ দাবির মাত্র একদিন আগে সোমবার আইএইএর ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ফেরুতা ইরান সফর শেষে ভিয়েনায় ফিরে তার সংস্থাকে সহযোগিতা করার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্নেল ফেরুতা বলেন, “ইরানে তার সংস্থার পর্যবেক্ষকরা বর্তমানে কঠোরতম পরিদর্শনের কাজে নিযুক্ত রয়েছেন।” সূত্র: ফক্স নিউজ