ইসরায়েলি হামলায় ৬ হাজার ফিলিস্তিনির অঙ্গচ্ছেদ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১২, ২০২৫
ইজরায়েলের টানা ২ বছরের আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৬ হাজারেরও বেশি মানুষের অঙ্গচ্ছেদ হয়েছে। এর মধ্যে বড় অংশই নারী ও শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, অঙ্গচ্ছেদের শিকার ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনির মধ্যে ২৫ শতাংশই শিশু এবং ১২ দশমিক ৭ শতাংশ নারী।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে যুদ্ধবিরতি চললেও চিকিৎসা সরঞ্জাম ও সহায়ক উপকরণের তীব্র ঘাটতির কারণে আহত ও অঙ্গচ্ছেদ হওয়া মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
বিবৃতিতে বলা হয়, এই পরিসংখ্যানগুলো গাজায় হাজারও আহত মানুষ ও তাদের পরিবারের গভীর মানবিক যন্ত্রণাকেই সামনে তুলে ধরে। এ অবস্থায় আহতদের পুনর্বাসন এবং বিশেষ করে শৈশবেই স্থায়ীভাবে অঙ্গহানি হওয়া শিশুদের জন্য জরুরি মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করা জরুরি।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইজরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে অন্তত ১ লাখ ৭০ হাজার ৬০০ ফিলিস্তিনি।
পাশাপাশি প্রায় ৯ হাজার ৫০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি
























