একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৫

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। আজ বুধবার বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বইমেলার তারিখ নির্ধারণ নিয়ে আজ বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি।

সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা -২০২৬ এর উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় নির্ধারণ করা হয়। যা চলবে ১৫ মার্চ পর্যন্ত।