‘এপ্রিলে তাপপ্রবাহ শুরু হবে’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২৬, ২০২৪

এপ্রিলে তাপপ্রবাহ শুরু হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “এ সময়ে বৃষ্টি হয় পশ্চিমা লঘুচাপের কারণে। পশ্চিমা বাতাসের সঙ্গে থাকে শুকনো ও ঠাণ্ডা হাওয়া। এর সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া দক্ষিণের গরম হাওয়া মিলে মেঘের সৃষ্টি হয়। এতেই ঝড়-বৃষ্টি হয়।”

মো. বজলুর রশীদ আরও বলেন, “এ সময়ে ঝড় হওয়া স্বাভাবিক। মাসজুড়ে মাঝে মাঝে ঝড়-বৃষ্টি হবে। এতে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে। আগামী মাসের শুরুর দিকে তাপপ্রবাহ হতে পারে। তবে তা তীব্র নাও হতে পারে।”

এদিকে আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।