কামরুজ্জামান কামু

কামরুজ্জামান কামু

কামরুজ্জামান কামুর কবিতা ‘আলহামদুলিল্লাহ’

প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৪

উৎসর্গ—ফিরোজ এহতেশাম

আল্লাহ মানেই বিজ্ঞান
আর বিজ্ঞান মানেই আল্লাহ
আর নাস্তিক মানে হইল এক
তারুণ্যের অনভিজ্ঞ বেগ;

যা কমলালেবুর মধ্যে বিদ্যমান আছে
তা মানুষ ভেড়ার পাল শৈবাল ও শিলা
শেখ হাসিনা খালেদা জিয়া
এক ছিল ড. ইউনুস ছিল হকিং সাহেব
ছিল বোমভোলা নাথ পাকুড়ের সারি
আব্দুল কাদের আর বেনজির নাম যার
সে যেন রে বঙ্গদেশে নজির সৃষ্টির
মাধ্যমে বিশ্বের বুকে বেগ বলে
হলো যে প্রতীয়মান;

বেগ—

মানে বিজ্ঞানের বই খোলো
পদার্থ বিজ্ঞান; না-না মনোবিজ্ঞান
ধুত্তেরি আমড়ার বাগান কিংবা রসায়ন
জীববিজ্ঞানের বই সামনে থাকলে
পড়ে নিয়ো সেখানে হেমা মালিনীর
নাম না থাকলেও
তিনি তার বাইরে কিছু নন
কেননা তারও আমরা জানি
বাচ্চা হয়
তাইলে আমরা নৃ-বিজ্ঞানে চলে যাই
গিয়ে সেইখানেই শেকড়বাকড়
খাইতে শুরু করে দেই
খুলির মধ্যে মদ ঢালি—

এই যে হাতিরঝিলে ভেসে ওঠা
যুবকের লাশ; এর মানে—

বিজ্ঞানের বই খোলো
সকলই বিজ্ঞান
সেখানে যা লেখা আছে
তার বাইরে যাহা কিছু
তাহাও বিজ্ঞান

তাই আল্লাহ মানেই বিজ্ঞান
আর বিজ্ঞান মানেই আল্লাহ
আলহামদুলিল্লাহ!