ওমর সাঈদের কবিতা ‘ইলহাম’

প্রকাশিত : মার্চ ৩১, ২০২১

এক.
যদি উদ্দেশ্য হয় স্রষ্টাকে সন্তুষ্ট করা
তবে
যে নামাজ পড়ে
তার জন্য নামাজ ফরজ
যে ধ্যান করে
তার জন্য ধ্যান ফরজ
এবং
যে গান করে
তার জন্য গান ফরজ...

দুই.
তোমাকে যতই দেখি
স্রষ্টার প্রতি, সৃষ্টির প্রতি
বেঁচে থাকা, মরে যাওয়ার প্রতি
বিশ্বাস ততই দৃঢ় হয়।

তিন.
আমার কোনও ধর্ম নাই
জাত গোত্র বর্ণ নাই
মানুষ কিংবা অমানুষ
নারী অথবা পুরুষ
আমার কোনও সত্ত্বা নাই
ঈশ্বরের যেমন থাকে না...

চার.
মুসলমানরে কবর দাও,
হিন্দু পোড়াও শ্মশানে।
বুদ্ধরে মাটিতে পোঁতো
খ্রিস্টান রাখো কফিনে।

আমি যদি মানুষ হই
আমার জায়গা কোনখানে?

পাঁচ.
বাকিটা হিসেব পরে হবে...
এখন বলো, কে পাপী?
যে পাপ করে, নাকি যে পাপ সৃষ্টি করে?