ওসমান হাদিকে গুলি, পল্টন থানায় মামলা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ১৫, ২০২৫
শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। হাদির এক আত্মীয় বাদী হয়ে মামলাটি করেন।
আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। তিনি জানান, মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অস্ত্রোপচারের পর সন্ধ্যার দিকে হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
হামলার পর থেকে র্যাব ও ঢাকা মহানগর পুলিশ ছয়জনকে গ্রেফতার করলেও তারা কেউ সরাসরি হামলাকারী নন। রোববার রাত পর্যন্ত গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানব পাচারে জড়িত চক্রের দুই সহযোগী, সন্দেহভাজন শুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও প্রেমিকা।
তদন্তসংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে। হাদির হত্যাচেষ্টাকে কেন্দ্র করে অভিযানে রোববার রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও প্রেমিকা মারিয়াকে গ্রেফতার করা হয় বলে বার্তায় জানিয়েছে র্যাব।
























