
কবি সজনীকান্ত দাসের আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ২৫, ২০২৫
কবি, কথাসাহিত্যিক ও সম্পাদক সজনীকান্ত দাসের আজ জন্মদিন। ১৯০০ সালের ২৫ আগস্ট অবিভক্ত বাংলার বর্ধমান জেলার বেতালবন গ্রামে তার জন্ম। তিনি কলকাতায় লেখাপড়া করেন।
‘শনিবারের চিঠি’ পত্রিকার সম্পাদক হিসেবে তীব্র অথচ হাস্যরসাত্মক সমালোচনার মাধ্যমে তিনি সমকালীন সাহিত্য কর্মকাণ্ডে বিশেষ প্রাণসঞ্চার করছিলেন। ১৯৪৬ সালে প্রকাশিত সজনীকান্ত বিরচিত ‘বাঙ্গালা গদ্যের প্রথম যুগ’ বাংলা সাহিত্যের ইতিহাসে অন্যতম সংযোজন।
বাংলা ১৩৩৪ সালের ভাদ্র সংখ্যা থেকে সজনীকান্ত দাস সম্পাদকের দায়িত্ব পালন শুরু করেন। শনিবারের চিঠিতে যারা লিখেছেন তাদের মধ্যে অন্যতম মোহিতলাল মজুমদার ও নিরোদ সি চৌধুরী। তাদের ভাষা ছিল ব্যঙ্গাত্মক ও সমালোচনার লক্ষ্য ছিল পিত্ত জ্বালিয়ে দেওয়া।
আধুনিক বাংলা সাহিত্যের পথিকৃৎ কল্লোল, প্রগতি, কালি-কলম, পরিচয়, পূর্বাশা, কবিতা, চতুরঙ্গ প্রভৃতি পত্রিকার সঙ্গে ‘শনিবারের চিঠি’র নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।
রবীন্দ্রনাথ-প্রমথ চৌধুরী-শরৎচন্দ্র থেকে আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখকদের সংখ্যায় সংখ্যায় তুলাধোনা করে পত্রিকাটি সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে চলে গিয়েছিল। সম্পাদক হিসেবে সজনীকান্ত দাস শনিবারের চিঠি ছাড়াও বঙ্গশ্রী, শারদীয়া, আনন্দবাজার পত্রিকা, অলকা প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছেন।
এছাড়া চিত্রলেখা, বিজলী, যুগবাণী, নূতন পত্রিকা, যুগান্তর প্রভৃতি পত্রিকার প্রকাশনায় তার বিশেষ ভূমিকা ছিল। সজনীকান্তের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ষাটের অধিক। সজনীকান্তের কবিতাগ্রন্থ এগারোটি। ১৯৬২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি মারা যান।