কাজল রশীদ শাহীন

কাজল রশীদ শাহীন

কাজল রশীদ শাহীনের কবিতা ‘আজ ঈদ বাংলার ঘরে ঘরে আনন্দ’

প্রকাশিত : জুলাই ১৮, ২০২১

আজ ঈদ। মদিনার ঘরে ঘরে
আনন্দ। বাংলায় কেন নয়, নেই কোনো
এষণা। জামান বন্ধু আমাদের, সুযোগ পেলেই
বলেন: ... মদিনার ঘরে ঘরে আনন্দ। আজ ঈদ...

জামান বুদ্ধিমান, দিব্যজ্ঞানী, প্রেমিকও দারুণ একখান
ওর ঈদ-মদিনা একাকার, লেপ্টালেপ্টি; ধরা যায়, ছোঁয়া যায়
পাওয়া যায় স্পর্শের প্রতিস্পর্ধা। মদিনা মুলুক হয়, হয় মায়াবতী
অষ্টাদশী যৈবতী। আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ; জামানের
জপমন্ত্র, গায়ত্রী সন্ধ্যা, পাহাড় আলিঙ্গন, সমুদ্র দর্শন
আমাদের নয়, বাংলার নয়, বোকা কাজলের কখনোই নয়

বাংলা হতো যদি গোল্লাছুটের বান্ধবী, ঘোচাতো যদি আহমদ ছফার
নিঃসঙ্গতা, পুস্তকে লেখা হতো যদি: আজ ঈদ, বাংলার ঘরে ঘরে
আনন্দ। তালাশে কোশেশে হয়রান বোকা কাজল, তামাম বাংলায়
শুনতে পান জামানের উচ্চারণ: আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ...

ঈদ না ইদ, এই তর্কে গাজর প্রিয় বুদ্ধিজীবীরা যখন ব্যস্ত ঢের, তখনও
জামান আওড়ান প্রিয় ধারাপাত: আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ
ঈদ যদি কখনো হয়ে যায় ইদ! হেরফের কি হবে কিছু ঈদের পূর্ণদৈর্ঘ্য চিত্রনাট্যে?
আসে কি যাবে কিছু জামানের প্রার্থনাসঙ্গীতে? বাংলা নামদার
ঈদ আমাদের, আনন্দ দেখি মদিনার ঘরে ঘরে! বাংলা কি তবে আজও ভুসুকুর হাহাকারের উর্বর ভূমি
আবদুল হাকিমের অব্যক্ত ক্রন্দন ক্ষেত্র
১৫ আগস্টে বত্রিশ নম্বরে পড়ে থাকা বুলেটবিদ্ধ নিঃসঙ্গ জাতির জনক
এবং জামানের: আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ...

বোকা কাজল কয়, জামান চলে যাক মদিনায়, সহোদর যেভাবে
গোটায় পাততাড়ি দূর কানাডায়, টেমসের হাতছানি, লিউনস্কির ইশারা
ওয়ারেন বাফেটের ডলারের গন্ধ, কী আসে যায় এসবে—একজন
গন্ধ ব্লাইন্ডের, যখন সে শুনেছে ইকরার শানে নযুল: আজ ঈদ
বাংলার ঘরে ঘরে আনন্দ। আজ ঈদ বাংলার ঘরে ঘরে আনন্দ