
কাজী জহিরুল ইসলামের কবিতা ‘চক্রাবর্ত’
প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২৫
দুপুরের নিচ থেকে উঠে এলো বিবর্ণ সকাল,
বিকেলের বারান্দায় বসে
একা একা খুব নীরবে চুমুক দিই ডি-ক্যাফ তরলে,
এরপর নুয়ে পড়ে, ভেঙে পড়ে, সন্ধ্যার অরণ্যে।
চন্দ্রালোকিত রাস্তায় চোখ রাখে মাটির তারকা,
শুভ্র পুষ্পবীথি, অগণিত...
ফুলের আলোয় চোখ মেলে অন্ধকারের নির্জন
আবারও একটি নতুন ভোরের জন্ম দেবে বলে...
এই চক্রাবর্তকেই বলি মহাকাল।