কারবালায় শোকানুষ্ঠানে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০১৯

ইমাম হোসাইন (রা.) ও তার সঙ্গীদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরাকের কারবালায় শোকানুষ্ঠানে যোগ দিয়েছিল ৩০ লাখ মানুষ। কিন্তু শোকের এ অনুষ্ঠানে রচিত হলো আরেক শোকের ইতিহাস। হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু ও শতাধিত মানুষ আহত হয়।

জানা গেছে, হাজার হাজার মানুষ তাজিয়া মিছিল নিয়ে ইমাম হোসাইনের (রা.) মাজারের দিকে যাওয়ার সময় একটি ওয়াকওয়ে ধসে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ছুটোছুটি শুরু হলে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৭ জন নিহত ও ৭৫ জন আহত হওয়ার কথা বলা হলেও বেসামরিক সূত্রে ৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছে গণমাধ্যম। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের প্রচণ্ড ভিড় ও ধাক্কাধাক্কির কারণে হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, আশুরার তাজিয়া মিছিলে বিগত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে প্রাণঘাতী পদদলনের হওয়ার ঘটনা। এর আগে ২০০৫ সালে ইরাকের রাজধানী বাগদাদে দজলা নদীর একটি সেতু ভেঙে কমপক্ষে ৯৬৫ মানুষ নিহত হয়েছিল। যুদ্ধচলাকালীন ওই সময়ে আত্মঘাতী বোমা হামলার গুজবে মানুষ হুড়োহুড়ি করলে এ ঘটনা ঘটেছিল। সূত্র: আল জাজিরা ও রয়টার্স