কুম্ভমেলায় কোটি মানুষের জমায়েত, মানা হচ্ছে না নিয়ম

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২১

ভারতের হরিদ্বারে চলছে কুম্ভমেলা। এতে যোগ দিয়েছে লাখ লাখ মানুষ। মানা হচ্ছে না করোনা মহামারি চলাকালীন জারি করা নিয়ম কানুন। দেশটিতে যখন প্রতিদিনই করোনার সংক্রমণ বাড়ছে তখন সেখানে গঙ্গার তীরে জড়ো হচ্ছে কোটি মানুষ।

জানুয়ারি মাসে প্রতিবেদনে বলা হয়েছিল, এ বছর ১৫ কোটি মানুষ জড়ো হতে পারে। এখন সেখানে প্রতিদিনই আসছে সাত থেকে আট লাখ পুণ্যার্থী। সেখানে মাস্ক পরা, থার্মাল স্ক্রিনিং কিংবা কোভিড টেস্ট রিপোর্ট পরীক্ষার কোনো বালাই নেই।

এপ্রিল মাসের পুরোটা জুড়েই হরিদ্বারে চলবে কুম্ভমেলা। এর মধ্যে ১২, ১৪ ও ২৭ তারিখ `শাহী স্নান` বা সবথেকে পুণ্য দিন বলে গণ্য করা হয়। সোমবার এই উপলক্ষে হরিদ্বারে ২৮ লাখের বেশি ভক্ত গঙ্গায় ডুব দিতে জড় হয়। এখানে ২০১৩ ও ২০১৯ সালে সবথেকে বড় জমায়েত হয়।

উইকিপিডিয়ার তথ্যানুযায়ী, একেক মেলাতেই দশ কোটিরও বেশি মানুষ হাজির হয়। এবারো কোটি মানুষ আসছে এখানে। কিন্তু তাদের সামান্য অংশকেই কোভিড পরীক্ষা করাতে দেখা গেছে। রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত মাত্র ১৮ হাজার তীর্থযাত্রীর কোভিড পরীক্ষা করানো সম্ভব হয়েছে। যার মধ্যে ১০২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। সূত্র: বিবিসি