খাদিজাতুল কোবরা

খাদিজাতুল কোবরা

খাদিজাতুল কোবরার চারটি প্রেমের কবিতা

প্রকাশিত : অক্টোবর ২৩, ২০২০

দিন যাপনের কথকতা

মেগা সিটিতে রাত নাই
দিনের মতোই
চারকোণা বাকসে দস্তাবেজের
বান্ডিলে মনপ্রাণ শরীর ঢেলে
রাতের সময়টা বাঁচিয়ে রাখি
অনেক প্ল্যান করি সন্ধ্যা নিয়ে
তারপর ফোন হাতে নিই আর
ছবি দেখি সুন্দর সুন্দর
আর প্ল্যান করি
বিপ্লব করি কখনও
কিন্তু সময় দ্রুত ফুরায় ক্যামনে ক্যামনে
তখন একটু খাই, কখনও বাইরেই
মানে ব্রিদিং স্পেস আর কি
কিন্তু রেস্তোরাঁর ঠাণ্ডা বাতাসেও বসে বসে প্ল্যান করি
একটা ভালো দিন বা সন্ধ্যা যাপনের
কিন্তু রাত গভীর হয়ে আসে, ঘুম পায় আমাদের
ঘুমানোর আগেও ভাবি, কাল থেকে
এভাবে আর না, একটা ভালো দিন কাটাতেই
হবে আমাদের

সব তুচ্ছ লাগে

প্রথমে আমি জীবনকে ভালোবাসতাম
তখন সারা জীবনের গল্প ভাবতাম
এরপর আমি তোমাকে বাসি
এরপর আমি ভাবি, আমি অনেককেই ভালোবেসেছি
সব তুচ্ছ লাগে যখন আমি অনুভব করি
এই, এই এখনকার মুহূর্তগুলোকেই
আমি ভালোবাসি

স্বপ্ন বোনার দিন

গভীর পানিতে মাছের মতো গা ছেড়ে চলি
না-চলি কখনও
কাদা মাখামাখিতে তোমার শ্যাওলা মাখা হাত ধরে শুয়ে থাকি।
ঘোলা আবেগ, শিরিষ কাগজে ঘষা ভালোবাসা
ধরা যায় সহজে, কিন্তু গায়ে সওয়া যায় না
পিচ্ছিল মন নিয়ে মঙ্গল নদীর অস্তিত্বে বিলীন তুমি
আমি এখনও নরম কাদার শাড়িতে পুরোনো স্বপ্ন
বুনে চলি জলভেদ করে।

প্রেমের স্বাদ

প্রেমের স্বাদ কেমন!
কাছাকাছি হাঁটতে হাঁটতে
এক ফাঁকে দু’হাত এক হয়ে যাওয়া
নাকি
মুখোমুখি পলকহীন বসে
জুড়িয়ে যাওয়া চায়ের মতো!
উহু, হলো না। মানে, ঠিক স্বাদ বুঝলাম না
আচ্ছা, আরেকটু কাছে গেলে কি পাওয়া যায়
ধরুন, দুজনের ঠোঁট একসঙ্গে ভিজে উঠলো
কারো নোনা জলে?

ধুর, এ বড় যন্ত্রণা
প্রেমের স্বাদ যেন কেমন!