গাজায় ৬১ ইজরায়েলি সেনার আত্মহত্যা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০২৫
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইজরায়েলের ৬১ সেনা আত্মহত্যা করেছে। ইজরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ ও মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার উত্তর ইজরায়েলের একটি সামরিক ঘাঁটিতে কর্মরত একজন সেনাসদস্য নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ওইদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়। ট্র্যাকার হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন।
এর কিছুক্ষণ আগে ইজরায়েলি বাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, উত্তর ইজরায়েলে একটি সামরিক ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে এক সেনা গুরুতর আহত হয়েছে। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর দেশটির সামরিক কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। হারেৎজ জানিয়েছে, এই সেনাসদস্য সক্রিয়ভাবে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের ওপর মরণঘাতী আঘাত চালান।
যুদ্ধ পরিস্থিতিতে সেনাদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে চলতি বছরের ২৮ অক্টোবর ইজরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্র প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত অন্তত ২৭৯ ইজরায়েলি সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করে।
এই পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ৭ সেনার আত্মহত্যার চেষ্টার বিপরীতে অন্তত একজন সেনার মৃত্যু নিশ্চিত হয়েছে। গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধ ও সামরিক চাপের কারণে সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
























