গাজায় গত ২৪ ঘণ্টায় অপুষ্টিতে সাতজনের মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ৩১, ২০২৫

গাজায় গত ২৪ ঘণ্টায় অপুষ্টিতে ৭ জন মারা গেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালের অক্টোবরে ইজরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিতে মৃতের মোট সংখ্যা ১৫৪ জনে পৌঁছেছে, যার মধ্যে ৮৯ শিশু।

মঙ্গলবার জাতিসংঘ-সমর্থিত বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, গাজা দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখন চলছে।

ইজরায়েল বলেছে, তারা গাজায় সাহায্য প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করছে না। এই দাবিগুলো ইউরোপে তার ঘনিষ্ঠ মিত্র, জাতিসংঘ ও গাজায় সক্রিয় অন্যান্য সংস্থাগুলো মেনে নিচ্ছে না।

আরেক ঘটনায় গাজা হাসপাতাল জানিয়েছে, বুধবার সকালে দক্ষিণ গাজার রাফাহ এলাকায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র: বিবিসি