গাজায় ভারী বৃষ্টি, তাঁবুর ভেতর পানির স্তর ৪০ সেন্টিমিটার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫

গাজায় নিম্নচাপের ফলে আজ বুধবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। ফলে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়ের হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। কিছু তাঁবুর ভেতরে পানির স্তর ৪০ সেন্টিমিটার ছাড়িয়ে গেছে।

 

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল ভিডিও বিবৃতিতে খারাপ আবহাওয়ার ফলে আসন্ন মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছেন।

 

পূর্বাভাস অনুসারে, গাজায় শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

বাসাল বলেন, “গাজা এখনো তীব্র মানবিক সংকটের মুখোমুখি। এই অঞ্চলের ২৪ লাখ বাসিন্দার চাহিদা পূরণে অনেক কম সহায়তা প্রবেশ করছে। মানবিক সাহায্যের অবাধ প্রবেশের জন্য অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি।”

 

মঙ্গলবার গাজা সরকারের মিডিয়া অফিস সতর্ক করে দিয়েছিল, বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একটি নিম্নচাপ বয়ে যাবে এবং লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ হুমকির মুখে পড়বে।

 

গাজার মিডিয়া অফিসের পূর্ববর্তী তথ্য অনুসারে, দুই বছরের গণহত্যার যুদ্ধে ইজরায়েল ব্যাপক অবকাঠামো ধ্বংস করে ফেলায় হাজায় সবচেয়ে মৌলিক জিনিস আশ্রয়ের চাহিদা সবচেয়ে বেশি। অঞ্চলটিতে প্রায় ৩ লাখ তাঁবু প্রয়োজন।

 

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা পুনর্গঠনের প্রায় ৭০ বিলিয়ন ডলার খরচ হবে। গণহত্যার এই যুদ্ধে ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজারেরও বেশি আহত হয়েছে। ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। সূত্র: আনাদোলু এজেন্সি