চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্তর আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১১, ২০২১

চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্তর আজ জন্মদিন। ১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ পুরুলিয়ার নিকটবর্তী আনারাতে তার জন্ম। বাবা তারকান্ত দাশগুপ্ত ভারতীয় রেলওয়ের ডাক্তার ছিলেন।

বারো বছর বয়সে বুদ্ধদেব হাওড়া দিনাবন্ধু স্কুলে পড়াশোনা করার জন্য কলকাতায় যান। স্বাধীনতার পর পিতা প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এবং মানেন্দ্রগড় (এখন ছত্তিশগড়ে) বদলি হন।

তিনি সম্মানিত স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি অধ্যয়ন করেন। বুদ্ধদেব অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শ্যামসুন্দর কলেজে এবং কলকাতার সিটি কলেজে।

১৯৭৬ সালে তিনি অর্থনৈতিক তত্ত্ব ও সামাজিক-রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যে জীবন উপলব্ধি করেন, তা চলচ্চিত্র নির্মাণের জন্য তাকে উৎসাহী করে তোলে।

কলকাতা ফিল্ম সোসাইটির সদস্যপদ লাভের পর তিনি চার্লি চ্যাপলিন, ইঙ্গমার বার্গম্যান, আকিরা কুরোসাওয়া, ভিত্তরিও দে সিকা, রবার্টো রোসেলিনি ও মাইকেল এনজেলো আন্তোনিওনির মতো পরিচালকের কাজের সাথে পরিচিত হন।

যা পরবর্তীতে তাকে অভিব্যক্তির পদ্ধতি হিসাবে ফিল্ম তৈরি করতে অনুপ্রাণিত করে। তিনি ১৯৬৮ সালে ১০ মিনিটের একটি ডকুমেন্টারি দ্য় কন্তিনেন্ত অব লাভ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। অবশেষে তিনি ১৯৭৮ সালে তার প্রথম সম্পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম, দোরাতওয়া (দূরত্ব) তৈরি করেন।

তার গীতসংহিতাও চলচ্চিত্রের সাথে বর্ধিত হয়। তার চলচ্চিত্রের কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে, দাশগুপ্ত সত্যজিৎ রায়ের বাস্তবসম্মত চলচ্চিত্রগুলির দ্বারা অনুপ্রাণিত চলচ্চিত্রগুলি তৈরি করেন এবং পরবর্তীতে অন্যান্য রূপে অনুপ্রাণিত হন।

বাঘ বাহাদুর, তাহাদের কথা, চারচার ও উত্তরা হল তার বেশিরভাগ প্রশংসিত চলচ্চিত্র। ২০০৮ সালের ২৭ মে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বুদ্ধদেব দাশগুপ্তকে জীবনকালের কৃতিত্বের সম্মাননা প্রদান করা হয়। ২০০৭ সালে এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন এথেনা পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।