চারুকলায় শুরু হচ্ছে জয়নুল মেলা

প্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০১৭

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে শুরু হতে যাচ্ছে জয়নুল মেলা। চারুকলা অনুষদে এটি শুরু হবে ২৯ ডিসেম্বর ২০১৭ থেকে। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
প্রতি বছর শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকীকে কেন্দ্র বছরের ২৯ ডিসেম্বর থেকে শুরু করে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চারুকলা অনুষদ আয়োজন করে জয়নুল মেলার।
জয়নুল মেলায় মূলত আগমন ঘটে দেশের শিল্পবোদ্ধা, গুণী শিল্পী, শিল্প সমালোচক এবং শিল্পপ্রেমীদের। এ মেলায় পাওয়া যাবে অনুষদের গুণী শিক্ষক-ছাত্র শিল্পী সকলের শিল্পকর্ম। কেউ চাইলে তা নির্দিষ্ট বিনিময় মূল্য পরিশোধ করে সংগ্রহ করতে পারবেন।
জয়নুল মেলা উন্মুক্ত থাকছে সকলের জন্যেই।

গ্রন্থনা: ফারুক ইমন