চিত্রশিল্পী জয়নুল আবেদিনের আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৫
চিত্রশিল্পী জয়নুল আবেদিনের আজ জন্মদিন। ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর ময়মনসিংহে তার জন্ম। শৈশব কাটে ব্রহ্মপুত্রের লালিত্যে গড়ে ওঠা সবুজ শ্যামলিমায়।
১৯৩৩ সালে কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন। ৫ বছর সেখানে ইউরোপীয় স্টাইলের ওপর পড়াশোনা করেন। ১৯৩৮ সালে তিনি আর্ট স্কুল অনুষদে যোগ দেন।
প্রাচ্যের অঙ্কন ধারা অতিমাত্রায় রীতিনির্ভর ও অপরিবর্তনশীল মনে হয়েছে, যা তাকে সন্তুষ্ট করতে পারেনি। অন্যদিকে ইউরোপীয় ধারা তার কাছে সীমাবদ্ধ হিসেবে প্রতিভাত হয়েছে।
সবকিছু মিলিয়ে তিনি রিয়ালিজমের প্রতি আকৃষ্ট হন। রেখাচিত্রের ওপর তার দুর্বলতা অবশ্য থেকেই যায়। ১৯৪৩ সালের দুর্ভিক্ষে তিনি ধারাবাহিকভাবে একাধিক চিত্র স্কেচ করেন।
এ দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। চিত্রকর্মগুলো জয়নুলকে ভারতব্যাপী খ্যাতি এনে দেয়। ১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির পর তিনি ঢাকায় চলে আসেন।
১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় বর্তমান চারুকলা ইনস্টিটিউট। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তিনি তার নেতৃত্বের গুণে অন্য শিল্পীদের সংগঠিত করার জন্য সুপরিচিত ছিলেন।
কিছু শুভাকাঙ্ক্ষী সহকর্মীর অক্লান্ত চেষ্টায় ১ দশকের মধ্যেই বাংলাদেশে আধুনিক শিল্পকলা তার স্থান করে নেয়। অসাধারণ শিল্প মানসিকতা ও কল্পনাশক্তির জন্য তিনি শিল্পাচার্য উপাধিতে ভূষিত হন।
১৯৫১ সালে তিনি লন্ডনের স্লেড স্কুল অব আর্টে ২ বছরের প্রশিক্ষণ গ্রহণ করেন। লন্ডন থেকে প্রত্যাবর্তনের পর জয়নুলের চিত্রে নতুন ধারা দেখতে পাওয়া যায়, যাকে বলা যায় ‘বাঙালি ধারা’।
পুরো পঞ্চাশ ও ষাটের দশকে জয়নুল আবেদিনের কর্মে রিয়ালিজম, নান্দনিকতা, পল্লীর বিষয়বস্তু ও প্রাথমিক রঙের প্রতি তার আগ্রহ লক্ষ্য করা যায়। ১৯৭৬ সালের ২৮ মে তিনি মারা যান।























