
জামায়াত, বিএনপি ও এনসিপির সঙ্গে রোববার প্রধান উপদেষ্টার বৈঠক
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ৩০, ২০২৫
জামায়াত, বিএনপি ও এনসিপির সঙ্গে রোববার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে। নুরের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে। কোনো শক্তি ও ষড়যন্ত্র এটা থামাতে পারবে না।”
প্রেস সচিব আরও বলেন, “নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র এটাকে থামাতে পারবে না।”