ঢাবির কেন্দ্রীয় মাঠসহ সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১২, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসহ অন্যান্য খেলার মাঠ সংরক্ষণের নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বুধবার হাইকোর্টের বিচারপতি সোহরাওয়ারদী ও বিচারপতি দিহীদার মাসুম কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “মাঠগুলো হলো শহীদ সার্জেন্ট জহুরুল হক খেলার মাঠ, জগন্নাথ হল খেলার মাঠ, হাজী মুহাম্মদ মুহসিন হল খেলার মাঠ, কবি জসীম উদদীন হল খেলার মাঠ, ফজলুল হক হল খেলার মাঠ, স্যার সলিমুল্লাহ মুসলিম হল খেলার মাঠ, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠ ও রোকেয়া হল খেলার মাঠ।”
আদালত বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, সামাজিক যোগাযোগ রক্ষা ও মানষিক বিষণ্ণতা দূরীকরণে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে।
























